পুরো 10000 টাকা ছাড়, OnePlus ফোন কেনার সুবর্ণ সুযোগ রয়েছে

প্রিমিয়াম টেক ব্র্যান্ড OnePlus-এর পোর্টফোলিওতে শক্তিশালী ক্যামেরা এবং প্রিমিয়াম স্পেসিফিকেশন সহ একাধিক ফ্ল্যাগশিপ...
techgup 27 April 2024 8:58 AM IST

প্রিমিয়াম টেক ব্র্যান্ড OnePlus-এর পোর্টফোলিওতে শক্তিশালী ক্যামেরা এবং প্রিমিয়াম স্পেসিফিকেশন সহ একাধিক ফ্ল্যাগশিপ ডিভাইস উপস্থিত। কিন্তু, এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির দাম একটু বেশি হওয়ায় অনেক OnePlus অনুরাগী ইচ্ছে থাকলেও ডিভাইসগুলি কিনতে পারেন না। তবে বর্তমানে Amazon, OnePlus 11 ডিভাইসে দিতে দিচ্ছে 10,000 টাকা ডিসকাউন্ট। এছাড়াও, থাকছে ব্যাঙ্ক অফারের মতো নানান সুবিধা। তাই যারা দীর্ঘদিন ধরে এই ধরনের কোনো ডিভাইস কেনার কথা ভাবছেন, তারা এই সুযোগ হাতছাড়া না করে কিনে ফেলতে পারেন OnePlus 11।

OnePlus 11 পাওয়া যাচ্ছে বাম্পার ডিসকাউন্টে

গত বছর ফেব্রুয়ারিতে ভারতীয় বাজারে OnePlus 11 5G লঞ্চ হয়েছিল। আর তখন এর 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল 56,999 টাকা। তবে বর্তমানে অ্যামাজনে একে 49,000 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক বা আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে লেনদেন করলে পাওয়া যাবে 3,000 টাকা ইনস্ট্যান্ট ছাড়। যার পরে ডিভাইসের দাম হবে মাত্র 46,999 টাকা অর্থাৎ লঞ্চের মূল্য থেকে 10,000 টাকা কম। এছাড়াও, এই ডিভাইসের সাথে পাওয়া যাবে 27,600 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। তবে পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে।

OnePlus 11-এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাসের 11 ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন সহ 6.7 ইঞ্চি অ্যামোলেড কিউএইচডি ডিসপ্লে, যা এইচডিআর 10 প্লাস সাপোর্ট সহ 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে আছে স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর এবং 16 জিবি পর্যন্ত ব়্যাম সহ 256 জিবি পর্যন্ত স্টোরেজ। আর ক্যামেরার কথা বললে, এর পিছনের প্যানেলে দেওয়া হয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 50 মেগাপিক্সেল সোনি আইএমএক্স 890 প্রাইমারি সেন্সর, 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং 32 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। ওয়ানপ্লাসের এই ডিভাইসে সেলফি এবং ভিডিও কলিং-এর জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000 এমএএইচ ব্যাটারি, যা 100 ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও সিকিউরিটির জন্য এটা ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও উপস্থিত।

Show Full Article
Next Story