পয়সা উসুল স্মার্টফোন, 10 হাজার টাকার কমে 64 এমপি ক্যামেরা ও 5000mAh ব্যাটারি, দেখুন লিস্ট

আজ বাঙালির নববর্ষ। আজকের দিনে অনেকেই নিজের এবং পরিবারের জন্য নতুন জামা বা গ্যাজেট কেনেন। এক্ষেত্রে আপনি যদি একটি নতুন স্মার্টফোনের সাথে নতুন বছর শুরু…

আজ বাঙালির নববর্ষ। আজকের দিনে অনেকেই নিজের এবং পরিবারের জন্য নতুন জামা বা গ্যাজেট কেনেন। এক্ষেত্রে আপনি যদি একটি নতুন স্মার্টফোনের সাথে নতুন বছর শুরু করতে চান, তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। কেননা আজ আমরা সাশ্রয়ী মূল্যে অর্থাৎ ১০,০০০ টাকারও কম দামে ভারতের বাজারে বিদ্যমান কয়েকটি হ্যান্ডসেটের হদিশ দেব আপনাদের। যেগুলি দামে কম হলেও, ফিচারের দিক থেকে যথেষ্ট নজরকাড়া। এই তালিকায় সামিল রয়েছে – Realme, Poco, Lava, Motorola -এর মতো ব্র্যান্ডের বাজেট বা এন্ট্রি-লেভেল স্মার্টফোন। উক্ত প্রত্যেকটি ব্র্যান্ডের হ্যান্ডসেট ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আরো একাধিক উন্নত ফিচার অফার করবে। চলুন ১০,০০০ টাকার কমে উপলব্ধ স্মার্টফোনের তালিকাটি দেখে নেওয়া যাক…

১০,০০০ টাকার কমে উপলব্ধ স্মার্টফোনের তালিকা

Moto G13 : মোটো জি১৩ ফোনের সামনে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (১,৬০০ x ৭২০ পিক্সেল) ডিসপ্লে দেখা যাবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। আর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। পারফরম্যান্সের জন্য মোটো জি১৩ ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট। এই বাজেট ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মিলবে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য পাওয়া যাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

দাম : Moto G13 স্মার্টফোনকে এদেশে ৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে।

Lava Yuva 2 Pro : লাভা ইউভা ২ প্রো স্মার্টফোনে রয়েছে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস LCD ডিসপ্লে প্যানেল। পারফরম্যান্সের জন্য এটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসরের সাথে এসেছে। উক্ত ফোনে ধার্য র‍্যাম ছাড়াও অতিরিক্তভাবে আরো ৩ জিবি ভার্চুয়াল র‍্যাম ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। আলোচ্য হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য আলোচ্য লাভা মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২টি VGA স্ন্যাপার। এদিকে ডিভাইসের সামনের দিকে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান থাকছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ইউএসবি টাইপ-পি পোর্টের মাধ্যমে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

দাম : Lava Yuva 2 Pro স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ৭,৯৯৯ টাকা।

Moto E13 : ডুয়েল সিমের মোটো ই১৩ স্মার্টফোনে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (৭২০X১৬০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ-নচ স্টাইলের, যার ভিতরে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। আবার ফোটোগ্রাফির জন্য ডিভাইসের রিয়ার প্যানেলে LED ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেলের একক ক্যামেরা রয়েছে, যা ফুল এইচডি রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। পারফরম্যান্সের জন্য মোটো ই১৩ ফোনে অক্টা-কোর ইউনিসক টি৬০৬ প্রসেসর ব্যবহার করে হয়েছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। IP52 রেটিং প্রাপ্ত এই মোটোরোলা ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

দাম : Moto E13 স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ৬,৯৯৯ টাকা থেকে।

Realme C55 : রিয়েলমি সি৫৫ স্মার্টফোনে ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মালি জি৫২ গ্রাফিক্স এবং মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। সংস্থার দাবি অনুসারে, ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত ডায়নামিক বা ভার্চুয়াল র‌্যাম সমর্থন সহ এসেছে। সি-সিরিজের এই হ্যান্ডসেট লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক সংস্থার নিজস্ব রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিন দ্বারা চালিত। ফটো ও ভিডিওগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। অন্যদিকে ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা লক্ষ্যণীয়। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে আলোচ্য মডেলে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি দীর্ঘ ২৭ দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করবে। আর সিকিউরিটির জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ।

দাম : Realme C55 স্মার্টফোনের দাম ১০,০০০ টাকার থেকে সামান্য একটু বেশি থাকছে। অর্থাৎ এটিকে ১০,৯৯৯ টাকায় কেনা যাবে।