BIS: ২০২৫ সাল থেকে ফোন বা ল্যাপটপে একই চার্জার, USB Type-C পোর্ট নিয়ে নয়া নিয়ম সরকারের

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক গ্যাজেট আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। ফলে...
techgup 27 Dec 2022 4:24 PM IST

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক গ্যাজেট আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। ফলে রোজ নানাবিধ কাজে ব্যবহার করার জন্য ডিভাইসগুলিকে নিয়ম করে চার্জ দিতে হয়। তবে যেহেতু এই গ্যাজেটগুলিতে বিভিন্ন রকমের চার্জিং পোর্ট রয়েছে, তাই ইউজারদেরকে একপ্রকার বাধ্য হয়েই একাধিক চার্জার ব্যবহার করতে হয়। এর ফলে ব্যবহারকারীদের পকেট থেকে অতিরিক্ত গাঁটের কড়ি খসার পাশাপাশি পরিবেশে ই-বর্জ্যের পরিমাণও বহুলাংশে বৃদ্ধি পায়। তাই এই সমস্যার সমাধান করতে সরকার এবার মোবাইল এবং ওয়্যারেবল ইলেকট্রনিক ডিভাইসের জন্য দুটি সাধারণ চার্জিং পোর্ট চালু করার পরিকল্পনা করছে। ফলে আগামী দিনে সর্বাধিক দু-ধরনের চার্জিং পোর্টের দেখা মিলবে, যার সুবাদে ব্যবহারকারীদেরকে সর্বোচ্চ দুটি চার্জার ব্যবহার করতে হবে। নিঃসন্দেহে বলা যায় যে, এই নতুন নিয়মটি কার্যকর হলে পরিবেশে ই-বর্জ্যের পরিমাণ কমার পাশাপাশি যে-কোনো ডিভাইস চার্জ করার ক্ষেত্রে ইউজারদেরকে আর কোনো অসুবিধার মুখোমুখি হতে হবে না।

সর্বমোট মার্কেটে দুটি চার্জিং পোর্টের দেখা মিলবে

সম্প্রতি সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) ইউএসবি টাইপ-সি (USB Type-C) চার্জারকেই কমন চার্জার করার কথা ভাবছে। তবে এর পাশাপাশি ওয়্যারেবল ইলেকট্রনিক ডিভাইসগুলির জন্যেও আর-একটি চার্জিং পোর্টের ব্যবস্থা রাখা হবে। অর্থাৎ সোজা কথায় বললে, মোবাইল, স্মার্টফোন এবং ট্যাবলেটগুলির জন্য ব্যবহৃত হবে ইউএসবি টাইপ-সি চার্জার। অন্যদিকে, ওয়্যারেবল গ্যাজেটগুলির জন্য মার্কেটে আর-একটি কমন চার্জারের দেখা মিলবে। নতুন নিয়ম ২০২৫ সাল থেকে চালু হবে।

এই প্রসঙ্গে উপভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার জানিয়েছেন, স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদির জন্য চার্জিং পোর্ট হিসেবে ইউএসবি টাইপ-সিকে গ্রহণ করার বিষয়ে গত ১৬ নভেম্বর একটি বৈঠক ডাকা হয়েছিল। অনেকেই এই নিয়মটিকে কার্যকর করার জন্য সহমত হয়েছেন। অন্যদিকে, সমস্ত ওয়্যারেবল ডিভাইসের জন্য একটি চার্জিং পোর্ট রাখা যথাযথ হবে কি না, সে বিষয়ে বর্তমানে কানপুর আইআইটির বিশেষজ্ঞরা জোরকদমে গবেষণা চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সকল বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের তরফ থেকে সবুজ সংকেত পাওয়া গেলে আগামী কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে সুনিশ্চিত নিয়ম এবং আইন পাস হয়ে যাবে।

এই সিদ্ধান্তের জেরে বিপদে পড়তে পারে Apple

উল্লেখ্য যে, সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্ট সমস্ত স্মার্ট ডিভাইসে বাধ্যতামূলকভাবে ইউএসবি টাইপ-সি পোর্ট রাখার কথা ঘোষণা করেছে। আবার, ভারতেও ২০২৫ সাল থেকে এরকম নিয়ম চালু হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে একের পর এক দেশ যদি এই পথে হাঁটতে শুরু করে, তাহলে আগামী দিনে কিন্তু বেশ বড়োসড়ো সমস্যার মুখোমুখি হতে পারে বিশ্বখ্যাত টেক জায়েন্ট Apple। কারণ Apple-ই একমাত্র সংস্থা যারা তাদের iPhone-এ ইউএসবি টাইপ-সি -এর পরিবর্তে কোম্পানির নিজস্ব লাইটনিং পোর্ট ( Lightning Port) ব্যবহার করে। যদিও সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে, মার্কিনি প্রযুক্তি সংস্থাটিও আগামী দিনে iPhone-এ ইউএসবি টাইপ-সি পোর্টকে অন্তর্ভুক্ত করতে পারে। সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার।

Show Full Article
Next Story