*ফুল চার্জড 15 মিনিটেই! 144Hz ডিসপ্লে, 108MP ক্যামেরা-সহ Black Shark 5 সিরিজ লঞ্চ হল

Black Shark সিরিজের গেমিং স্মার্টফোন মানেই দুর্ধর্ষ ফিচার এবং শক্তিশালী হার্ডওয়্যারের সংমিশ্রণ। আর গতকাল সংস্থার লঞ্চ...
techgup 31 March 2022 5:39 PM IST

Black Shark সিরিজের গেমিং স্মার্টফোন মানেই দুর্ধর্ষ ফিচার এবং শক্তিশালী হার্ডওয়্যারের সংমিশ্রণ। আর গতকাল সংস্থার লঞ্চ করা ফ্ল্যাগশিপ Black Shark 5 সিরিজের হ্যান্ডসেটের ক্ষেত্রেও তার অন্যথা হল না। চীনে এই লাইনআপে Black Shark 5 ও Black Shark 5 Pro আত্মপ্রকাশ করেছে‌। আবার ইতিমধ্যেই ফোনগুলির স্পিকার DXOMark-এর বিচারে সেরার তকমা পেয়েছে।

Black Shark 5 ও Black Shark 5 Pro স্পেসিফিকেশন

ব্ল্যাক শার্ক ৫ এবং ব্ল্যাক শার্ক ৫ প্রো ৬.৬৭ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+, ৭২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং ১৩০০ নিটস ব্রাইটনেস অফার করে। ডুয়াল-জোন প্রেসার সেন্সিটিভ স্ক্রিন হওয়ার কারণে গেমারদের জন্য অত্যন্ত কার্যকর হবে এটি‌।

ব্ল্যাক শার্ক ৫ এবং ব্ল্যাক শার্ক ৫ প্রো গেমিং ডিভাইসে যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর এবং স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে‌। বেস ভ্যারিয়েন্ট সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং প্রো ভার্সনটি ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে‌। গেমিং ফোন হওয়ার কারণে দু'টিতেই ভেপার চেম্বার কুলিং সিস্টেম বর্তমান।

Black Shark 5 ও Black Shark 5 Pro-এর রিয়ার প্যানেলে তিনটি ক্যামেরা রয়েছে। প্রো সংস্করনটি মেগাপিক্সেল প্রাইমারি + ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড + ৫ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরার সাথে এসেছে। আর বেস ভার্সনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি + ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর আছে।

ব্ল্যাক শার্ক ৫ এবং ব্ল্যাক শার্ক ৫ প্রো ৪,৬৫০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ফোনগুলি মাত্র ১৫ মিনিটে চার্জ করা যাবে। দু'টি হ্যান্ডসেটেই অ্যান্ড্রয়েড ১২ প্রি-ইনস্টলড থাকছে।

Black Shark 5 ও Black Shark 5 Pro দাম

ব্ল্যাক শার্ক ৫ ও ব্ল্যাক শার্ক ৫ প্রো-র দাম শুরু হচ্ছে যথাক্রমে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩৩,৪১২ টাকা) এবং ৪,১৯৯ ইউয়ান (প্রায় ৫০,১২৪ টাকা) থেকে। গেমিং ফোনগুলি চীনের বাইরে কবে লঞ্চ হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি‌

Show Full Article
Next Story