Black Shark 5 RS: সব দিক থেকে সেরা, গেমারদের আকৃষ্ট করতে বাজারে এল নতুন গেমিং ফোন
গতকাল (৩০ মার্চ) চীনের বাজারে আকর্ষণীয় ডিজাইন ও দুর্ধর্ষ স্পেসিফিকেশন সহ লঞ্চ হয়েছে Black Shark 5 গেমিং স্মার্টফোন...গতকাল (৩০ মার্চ) চীনের বাজারে আকর্ষণীয় ডিজাইন ও দুর্ধর্ষ স্পেসিফিকেশন সহ লঞ্চ হয়েছে Black Shark 5 গেমিং স্মার্টফোন সিরিজের তিনটি নতুন ডিভাইস। এগুলি হল- Black Shark 5, Black Shark 5 Pro এবং Black Shark 5 RS। তার মধ্যে Black Shark 5 RS মডেলটিতে পূর্বসূরি Black Shark 4S-এর মত একইরকম ডিজাইন থাকলেও, এটি স্পেসিফিকেশনের দিক থেকে বেশ কয়েকটি আপগ্রেড সহ আত্মপ্রকাশ করেছে। এই গেমিং হ্যান্ডসেটে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 888 প্রসেসর। আবার এই নতুন ব্ল্যাক শার্ক ফোনে মিলবে সর্বাধিক ১২ জিবি র্যাম ও ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। আসুন Black Shark 5 RS- এর দাম ও সকল স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যাক।
ব্ল্যাক শার্ক ৫ আরএস এর দাম ও লভ্যতা (Black Shark 5 RS Price and Availability)
চীনা বাজারে ব্ল্যাক শার্ক ৫ আরএস-এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৯,৪০০ টাকা) এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের মূল্য ৩,৭৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৪০০ টাকা)। এই হ্যান্ডসেটটি ব্ল্যাক এবং গ্রীন- এই দুই কালারে বেছে নেওয়া যাবে। ব্ল্যাক শার্ক ৫ আরএস গেমিং ফোনটি চীনে আগামী ২ এপ্রিল থেকে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই কেনার জন্য উপলব্ধ হবে।
ব্ল্যাক শার্ক ৫ আরএস- এর স্পেসিফিকেশন (Black Shark 5 RS Specifications)
ব্ল্যাক শার্ক ৫ আরএস-এ ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) ই৪ অ্যামোলেড (AMOLED) পাঞ্চ-হোল ডিসপ্লে আছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ৭২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১৩০০ নিটস পিক ব্রাইটনেস এবং ডিসিআই- পি৩ (DCI-P3) কালার গ্যামট অফার করে। এই ডিভাইসটিকে পারফরম্যান্সের দিক থেকে শক্তিশালী করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ফ্ল্যাগশিপ প্রসেসর, যার সাথে ৮ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস৩.১ + এসএসডি স্টোরেজ পাওয়া যাবে। অন্যদিকে, স্ন্যাপড্রাগন ৮৮৮+ চিপসেটের সাথে ব্ল্যাক শার্ক ৫ আরএস-এর আরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে, যাতে রয়েছে ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস৩.১ + এসএসডি স্টোরেজ মিলবে। এই ডিভাইসে গেমিংয়ের জন্য ম্যাগনেটিক শোল্ডার বাটনও উপস্থিত আছে।
ফটোগ্রাফির জন্য, Black Shark 5 RS ফোনের ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ৫ মেগাপিক্সেলের টেলিফটো ইউনিট সহ একটি ট্রিপল ক্যামেরা সিস্টেম বর্তমান৷ আবার ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য, Black Shark 5 RS-এ ১২০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৪,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া, এই স্মার্টফোনে অডিওর জন্য একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং চার্জ করার জন্য একটি ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে। এই ব্ল্যাক শার্ক গেমিং স্মার্টফোন অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক জয় ইউআই ১৩ (Joy UI 13) কাস্টম স্কিনে রান করে।