২ হাজার টাকার কমে boAt Airdopes 411 ইয়ারফোন ভারতে লঞ্চ হল, পাবেন দীর্ঘ ব্যাটারি লাইফ

দেশীয় অডিও ব্র্যান্ড boAt লঞ্চ করল তাদের নতুন Airdopes 411 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন...
techgup 21 March 2022 3:21 PM IST

দেশীয় অডিও ব্র্যান্ড boAt লঞ্চ করল তাদের নতুন Airdopes 411 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সহ নতুন এই ইয়ারফোনটি ১০ এমএম ড্রাইভারের সাথে এসেছে। শুধু তাই নয়, ২০০০ টাকার কম দামের এই ইয়ারবাডে রয়েছে গুগল ও সিরি ভয়েজ অ্যাসিস্ট্যান্স সাপোর্ট। সংস্থার দাবি, একবার চার্জে এটি সাড়ে ১৭ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকবে। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Airdopes 411 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

boAt Airdopes 411 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের দাম ও লভ্যতা

ভারতে বোট এয়ারডপস ৪১১ ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। ব্ল্যাক স্টোন, ব্লু থান্ডার এবং গ্রে হ্যারিকেন এই তিনটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন ইয়ারবাডটি। আগামীকাল অর্থাৎ ২২ মার্চ থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে এটি কিনতে পাওয়া যাবে। নতুন ইয়ারবাডটির সাথে দেওয়া হচ্ছে এক বছরের ওয়্যারেন্টি।

boAt Airdopes 411 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের ফিচার এবং স্পেসিফিকেশন

নতুন বোট এয়ারডপস ৪১১ ইয়ারবাড ১০ এমএম ড্রাইভারের সাথে এসেছে। এতে রয়েছে টাচ কন্ট্রোল। ফলে ব্যবহারকারী একবার স্পর্শের মাধ্যমে প্লেব্যাক, হ্যান্ড ফ্রি ভয়েস কল এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালনা করতে পারবেন। এছাড়া ইন-ইয়ার স্টাইলের এয়ারডপস ৪১১ ইয়ারবাডে পরিবর্তনশীল টিপ উপলব্ধ। এমনকি নয়া ইয়ারবাডে ২৫ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন সাপোর্ট করবে। তাছাড়া এতে রয়েছে অ্যাম্বিয়েন্ট মোড। যার মাধ্যমে ব্যবহারকারী চাইলে গান চলাকালীন আশেপাশের আওয়াজ শুনতে পাবেন।

শুধু তাই নয়, দ্রুত কানেক্টিভিটির জন্য ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ব্লুটুথের ৫.২ ভার্সন, যার মাধ্যমে ইয়ারবাডটিকে ১০ মিটার দূরত্ব পর্যন্ত যেকোনো ডিভাইসের সাথে যুক্ত করা যাবে। এছাড়া এটি আইওএস, অ্যান্ড্রয়েড, ল্যাপটপ, ব্লুটুথ মিউজিক প্লেয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। তদুপরি,ইয়ারবাডটি একক চার্জে ১৭.৫ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করবে বলে দাবি করেছে সংস্থাটি। এরমধ্যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার অন করা অবস্থায় সাড়ে চার ঘন্টা এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার অফ করা অবস্থায় ইয়ারবাডটি সাড়ে পাঁচ ঘণ্টা প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। উপরন্তু ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় মাত্র ১০ মিনিট চার্জে ৬০ মিনিট পর্যন্ত এতে গান শোনা যাবে। ইয়ারবাডটিকে টাইপ সি পোর্ট এর মাধ্যমে চার্জ দেওয়া সম্ভব।

অন্যদিকে boAt Airdopes 411 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড IWP (Insta Wake N’ Pair) টেকনোলজি সাপোর্ট করবে। ফলে চার্জিং কেসের ঢাকনা খোলার সাথে সাথে এটি স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী ডিভাইসের সাথে যুক্ত হয়ে যাবে। পাশাপাশি ইয়ারবাডটি গুগল এবং সিরি ভয়েস অ্যাসিস্টেন্টসাপোর্ট করবে। পরিশেষে জানাই, জল থেকে সুরক্ষা দিতে এটি IPX4 রেটিং সহ এসেছে।

Show Full Article
Next Story