৬ হাজার টাকার ইয়ারফোন ২ হাজারে, Boult Airbuds XPods Pro ইয়ারফোন কিনবেন নাকি
অডিও প্রডাক্ট প্রেমীদের জন্য সুখবর। বাজারে আসলো Boult Audio-র লেটেস্ট স্ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড Airbuds XPods...অডিও প্রডাক্ট প্রেমীদের জন্য সুখবর। বাজারে আসলো Boult Audio-র লেটেস্ট স্ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড Airbuds XPods Pro। এতে রয়েছে কোয়াড মাইক সেটআপ এবং এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার, যা প্রো প্লাস কলিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটি ৬ ঘন্টা পর্যন্ত একটানা প্লেব্যাক টাইম অফার করবে। শুধু তাই নয়, এটি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে এবং এটি সিরি এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। চলুন Boult Airbuds XPods Pro ইয়ারফোনের দাম, ও সমস্ত ফিচার জেনে নেওয়া যাক।
Boult Airbuds XPods Pro ইয়ারফোনের দাম ও লভ্যতা
ভারতে বোল্ট ইয়ারবাড এক্সপডস প্রো ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৫,৯৯৯ টাকা। তবে বর্তমানে এটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইটে ১,৯৯৯ টাকা প্রারম্ভিক অফারে উপলব্ধ। যদিও এই অফার কতদিন বহাল থাকবে তা জানানো হয়নি। আপাতত ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন ইয়ারফোনটি।
Boult Airbuds XPods Pro ইয়ারফোনের স্পেসিফিকেশন
বোল্ট অডিও ইয়ারবাড এক্সপডস প্রো ইয়ারফোনের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে এটি ১৩ এমএম ড্রাইভারের সাথে এসেছে, যা এক্সট্রা বেস অফার করবে। ওয়ার্কআউটের সময় যাতে অনায়াসে এটি ব্যবহার করা যায় তাই এটি জল প্রতিরোধী IPX5 রেটিং প্রাপ্ত। আগেই বলা হয়েছে প্রো প্লাস কলিং এক্সপিরিয়েন্সের জন্য এতে রয়েছে এক এনড্রেস ক্যান্সলেশন ফিচার।
শুধু তাই নয়! নয়া এই ইয়ারফোনে পাওয়া যাবে টাচ সেন্সেটিভ কন্ট্রোল। যার মাধ্যমে ভলিউম এডজাস্ট, মিউজিক ট্রাক পরিবর্তন এবং ফোন কল করা যাবে। যেহেতু এটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে, তাই ব্যবহারকারী ভয়েস কম্যান্ডের মাধ্যমেও ইয়ারফোনটি চালনা করতে পারবেন। এখানে জানিয়ে রাখি, নতুন এই ইয়ারফোনটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া দ্রুত সংযোগের জন্য এতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ভি ৫.১ ভার্সন।
এবার আসা যাক ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে। একবার চার্জে Boult Airbuds XPods Pro ইয়ারফোন ৬ ঘন্টা প্লে টাইম অফার করবে এবং চার্জিং কেস সমেত ২৪ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকবে বলে দাবি করেছে সংস্থাটি। এটি ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় ইউএসবি টাইপ-সি কেবলের মাধ্যমে চার্জ দিলে মাত্র ১৫ মিনিটে চার্জে এতে ১০০ মিনিট গান শোনা যাবে। অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে এর চার্জিং কেসে রয়েছে ব্যাটারি লেভেল ইন্ডিকেটর। সর্বোপরি ইয়ারফোনটির পরিমাপ ৫৪x৪৫x২২ এমএম এবং ওজন ১০০/গ্রাম।