Boult Audio Omega ইয়ারফোন বাজারে এল, এক চার্জে চলবে ৩২ ঘন্টা

অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার সহ ভারতে লঞ্চ হল Boult Audio Omega ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। সংস্থার মতে, একবার...
techgup 30 July 2022 1:12 PM IST

অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার সহ ভারতে লঞ্চ হল Boult Audio Omega ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটি ৩২ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। তাছাড়া জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এটি IPX5 রেটিংসহ এসেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন Boult Audio Omega ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Boult Audio Omega ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে বোল্ট অডিও ওমেগা ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। ব্ল্যাক, হোয়াইট, জেড ২০ ব্ল্যাক এবং জেড ২০ গ্রিন - এই চারটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন নতুন এই ইয়ারফোন। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই কমার্স সাইট অ্যামাজনে এবং বিভিন্ন রিটেল স্টোরে কিনতে পাওয়া যাচ্ছে নতুন ওমেগা ইয়ারফোন।

Boult Audio Omega ইয়ারফোনের স্পেসিফিকেশন

আগেই বলা হয়েছে নবাগত বোল্ট ওমেগা ইয়ারফোনটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার সহ এসেছে। এতে রয়েছে ৩০ ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্চিত আওয়াজ এড়ানোর ক্ষমতা। তাছাড়া গেমিং মোডে এটি ৪৫ এমএস লো ল্যাটেন্সি অফার করবে। এমনকি এতে দেওয়া হয়েছে ১০ এমএম হাইফাই ড্রাইভার। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে জেন মোড এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন সহ ইনবিল্ট মাইক্রোফোন, কোয়াড মাইক, একাধিক মিউজিক মোড উপলব্ধ।

অন্যদিকে, দ্রুত কানেক্টিভিটির জন্য ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.২ ভার্সন। তাছাড়া ইয়ারফোনটি টাচ কন্ট্রোল সাপোর্টসহ এসেছে। তদুপরি এটি অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকবুক এবং উইন্ডোজ সব ধরনের ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। Boult Audio Omega ইয়ারফোনে রয়েছে ইকুলাইজার মোড, যা থেকে হাইফাই মোড, বুম এক্স বেস বুস্ট মোড কিংবা রক মোডে পরিবর্তন করা সম্ভব। সর্বোপরি, একবার পুরোপুরি চার্জে ইয়ারফোনটি ৩২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে।

Show Full Article
Next Story