BSNL 4G Phone: জিওকে টেক্কা দিতে এবার 4G মোবাইল ফোন আনছে বিএসএনএল

Jio, Airtel এবং Vi এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি জুলাইয়ে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোয় BSNL প্রচুর নতুন গ্রাহক পেয়েছে। সংস্থাটি সবচেয়ে সাশ্রয়ী মূল্যে রিচার্জ প্ল্যান…

Bsnl 4G Mobiles With Karbonn Launching Soon To Compete With Jio Bharat 4G Phone

Jio, Airtel এবং Vi এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি জুলাইয়ে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোয় BSNL প্রচুর নতুন গ্রাহক পেয়েছে। সংস্থাটি সবচেয়ে সাশ্রয়ী মূল্যে রিচার্জ প্ল্যান অফার করায় গ্রাহকরা আকৃষ্ট হচ্ছে। আর নতুন গ্রাহক ধরে রাখতে BSNL আগামী বছরের মধ্যে 4G পরিষেবা আনছে বলে ইতিমধ্যেই জানা গেছে। তবে এবার গ্রামাঞ্চলের ফিচার ফোন ব্যবহারকারীদের নিজেদের কাছে টানতে নতুন কৌশল অবলম্বন করল সরকারি টেলিকম সংস্থাটি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার)-এ BSNL এর তরফে জানানো হয়েছে যে, তারা ‘ভারত 4G সহযোগী নীতি’র অধীনে সিম সহ হ্যান্ডসেট সরবরাহ করতে চলেছে। এরজন্য তারা কার্বন মোবাইল (Karbonn Mobile) এর সাথে হাত মিলিয়েছে। এই নতুন হ্যান্ডসেট Jio Bharat 4G ফিচার ফোনের সাথে প্রতিযোগিতা করবে এবং সাশ্রয়ী মূল্যে হাই স্পিড কানেক্টিভিটি অফার করবে।

কার্বন মোবাইলের এই হ্যান্ডসে গ্রাহকদের BSNL 4G পরিষেবা ব্যবহার করতে দেবে, ফলে গ্রাহকদের বেশি টাকা দিয়ে স্মার্টফোন কেনার প্রয়োজন পড়বে না। তবে এই ফোনে Jio-র 4G সিম ব্যবহার করা যাবে কিনা তা জানা যায়নি।

BSNL তাদের এক্স পোস্টে লিখেছে, ‘BSNL এবং কার্বন মোবাইল ভারত 4G সহযোগী নীতির অধীনে একটি বিশেষ সিম হ্যান্ডসেট বান্ডলিং অফার নিয়ে আসছে। আমরা একসঙ্গে দেশের প্রতিটি কোণে সাশ্রয়ী মূল্যে 4G কানেক্টিভিটি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছি।’

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন