সবচেয়ে কম দামে কেনা যাবে iPhone 15, এখানে রয়েছে জবরদস্ত ডিসকাউন্ট অফার

iPhone 15 ফোনটি আপনি 50,999 টাকায় কিনতে পারবেন। ফ্লিপকার্টের টিজার ইমেজ অনুযায়ী, এর সাথে 1,000 টাকা ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। আবার আপনি যদি কোনও পুরানো ফোন এক্সচেঞ্জ করে এটি কিনতে চান তাহলে 6000 টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন।

Julai Mondal 24 Dec 2024 11:31 PM IST

আপনি যদি নতুন বছরে অ্যান্ড্রয়েড ছেড়ে iPhone ব্যবহার করতে চান তাহলে এই প্রতিবেদন আপনার কাজে আসবে। কারণ এখানে আমরা লোভনীয় অফার সহ উপলব্ধ একটি আইফোন মডেলের বিষয়ে বলবো। আর ডিভাইসের নাম iPhone 15। এটি ফ্লিপকার্টে দুর্দান্ত ডিল সহ পাওয়া যাচ্ছে। এই ডিলে সবচেয়ে কম দামে আইফোনের এই মডেলের 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে।

আইফোন 15 কিনতে পারবেন 50,999 টাকায়

Apple এর অফিসিয়াল ওয়েবসাইটে iPhone 15 এর 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 69,900 টাকা। তবে এই প্রতিবেদন লেখার সময়, ফোনটির সবুজ রঙের মডেলটি ফ্লিপকার্টে 57,999 টাকায় তালিকাভুক্ত আছে। অন্যান্য সমস্ত কালার ভ্যারিয়েন্টগুলি 58,999 টাকায় পাওয়া যাচ্ছে।

তবে এই ফোনটি আপনি 50,999 টাকায় কিনতে পারবেন। ফ্লিপকার্টের টিজার ইমেজ অনুযায়ী, এর সাথে 1,000 টাকা ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। আবার আপনি যদি কোনও পুরানো ফোন এক্সচেঞ্জ করে এটি কিনতে চান তাহলে 6000 টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন। এই দুটি অফারের পর আইফোন 15 এর দাম হবে 50,999 টাকা।

এক নজরে দেখে নেওয়া যাক iPhone 15-এর স্পেসিফিকেশন

আইফোন 15 মডেলে আছে 6.1 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। এতে অ্যাপলের বায়োনিক A16 চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনে ডায়নামিক নচও পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 48-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 12-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।

আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ-সি পোর্ট পাওয়া যাবে। চার্জিং কেবল ফোনের বক্সেই মিলবে। সংস্থাটি বলেছে এর ব্যাটারি ফুল চার্জে 26 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে।

Show Full Article
Next Story