Xiaomi, Samsung, OnePlus-দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল সিসিআই

আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের ফেস্টিভ সেল। এই সেলে বিভিন্ন ডিভাইসের উপর ডিসকাউন্ট সহ অনেক নতুন প্রোডাক্ট লঞ্চ করা হয়। একই কাজ…

Cci Antitrust Laws Report For Samsung Xiaomi Oneplus Smartphone Brands With Amazon And Flipkart

আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের ফেস্টিভ সেল। এই সেলে বিভিন্ন ডিভাইসের উপর ডিসকাউন্ট সহ অনেক নতুন প্রোডাক্ট লঞ্চ করা হয়। একই কাজ করে Samsung, Xiaomi সহ বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড। তবে ই-কমার্স প্ল্যাটফর্মগুলির সহযোগিতায় এই কাজ করায় এবার অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করার অভিযোগ উঠলো সংস্থাগুলির বিরুদ্ধে। সংবাদ সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার (সিসিআই) তরফে বলা হয়েছে, ফ্লিপকার্ট এবং অ্যামাজন উভয় জায়গাতেই অফলাইনের থেকে বেশি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তাদের দাবি, Samsung, Xiaomi, Motorola, Realme এবং OnePlus এই প্ল্যাটফর্মগুলির সঙ্গে হাত মিলিয়ে বেশ কিছু এক্সক্লুসিভ ফোন লঞ্চ করছে, যা একদিক থেকে প্রতিযোগিতা সংক্রান্ত আইনের লঙ্ঘন করছে।

হাজার পেজের রিপোর্ট জমা দেওয়া হয়েছে

অ্যামাজন সংক্রান্ত মামলায় সিসিআই ১০২৭ পেজের রিপোর্ট জমা করেছে। যেখানে Samsung, Xiaomi, Motorola, Realme এবং OnePlus এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এছাড়াও, ফ্লিপকার্টের বিরুদ্ধে ১৬৯৬ পেজের রিপোর্ট জমা দেওয়া হয়েছে। যেখানে Samsung, Xiaomi, Motorola, Vivo, Lenovo ও Realme এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন : ৫০০০ টাকা কমে কিনুন বিশ্বের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লের স্মার্টফোন Realme GT 6T 5G

রিপোর্ট এই সংস্থাগুলির বিরুদ্ধে বাজারে বৈষম্য তৈরি করার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এমন অনেক ডিভাইস রয়েছে যা শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্ডার করা যায়। এমন পরিস্থিতিতে অফলাইন রিটেল সেলাররা ক্ষতির সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুন : আওয়াজে সাউন্ড বক্স হার মানবে ! আটটি স্পিকার যুক্ত আশ্চর্য ট্যাব আনল Lenovo

বর্তমানে উভয় অনলাইন প্ল্যাটফর্মকে এর জবাব দিতে বলা হয়েছে এবং স্মার্টফোন কোম্পানিগুলির যুক্তি শুনতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর না পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন