সেরা অফার! সবচেয়ে সস্তায় জনপ্রিয় ফোল্ডেবল 5G স্মার্টফোন, দুটি ডিসপ্লে সহ আছে 32MP সেলফি ক্যামেরা
ভারতীয় বাজারে টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ 5G এর আসল দাম 49,999 টাকা, তবে ডিভাইসটি এখন অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে 28,999 টাকায় তালিকাভুক্ত রয়েছে।
স্মার্টফোন বাজারে প্রতিদিনই নতুন নতুন উদ্ভাবন দেখা যাচ্ছে এবং এর মধ্যে কিছু কিছু ফোন প্রেমীরা বেশ পছন্দ করছে। ফোল্ডেবল স্মার্টফোন এই জাতীয় উদ্ভাবনগুলির মধ্যে একটি এবং এর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। যদিও এই মুহূর্তে বেশিরভাগ ফোল্ডেবল ফোন প্রিমিয়াম রেঞ্জে পাওয়া যায়, তাই চাইলেই সবাই ফোল্ডেবল ডিসপ্লের ফোন কিনতে পারে না। তবে আমরা এমন একটি ডিভাইস সম্পর্কে জানাতে চলেছি, যা বাজেটের মধ্যে ফোল্ডেবল স্মার্টফোন ব্যবহার করতে দেবে। এর নাম Tecno Phantom V Flip 5G।
এটি একটি ক্ল্যামশেল স্টাইলের ফোল্ডেবল স্মার্টফোন এবং এতে দুটি ডিসপ্লে আছে। এছাড়াও এতে আছে দুর্দান্ত ক্যামেরা সেটআপ এবং এর বাক্সে একটি কেস পাওয়া যাবে। আবার এর ডিজাইন প্রিমিয়াম লুক প্রদান করে। Tecno Phantom V Flip 5G ডিভাইসটি প্রায় 50,000 টাকায় লঞ্চ হয়েছিল, তবে এখন এটি 30,000 টাকারও কম দামে পাওয়া যাচ্ছে।
অফার সহ সস্তা Tecno Phantom V Flip 5G
ভারতীয় বাজারে টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ 5G এর আসল দাম 49,999 টাকা, তবে ডিভাইসটি এখন অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে 28,999 টাকায় তালিকাভুক্ত রয়েছে। এছাড়া এই ফোন কেনার সময় এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1000 টাকা ছাড় দেওয়া হচ্ছে এবং এর ফলে দাম কমে হবে 27,999 টাকা। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ 27,350 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও দেওয়া হবে।
টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
এই ফোল্ডেবল স্মার্টফোনে আছে 6.9 ইঞ্চি ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে এবং 1.32 ইঞ্চির সেকেন্ডারি অ্যামোলেড ডিসপ্লে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 প্রসেসর দ্বারা চালিত, যার সাথে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ যুক্ত আছে। ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেটআপ ছাড়াও রয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে 4000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ভারতীয় বাজারে টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ 5G এর আসল দাম 49,999 টাকা, তবে ডিভাইসটি এখন অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে 28,999 টাকায় তালিকাভুক্ত রয়েছে।