CMF Phone 1: নাথিং-এর সবচেয়ে সস্তা ফোনের টিজার প্রকাশ হল, দেখে নিন ছবি

সম্প্রতি নাথিং (Nothing) ব্র্যান্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) কার্ল পেই আসন্ন Nothing Phone (3) মডেলের লঞ্চ ২০২৫ সাল...
Ananya Sarkar 7 Jun 2024 12:28 PM IST

সম্প্রতি নাথিং (Nothing) ব্র্যান্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) কার্ল পেই আসন্ন Nothing Phone (3) মডেলের লঞ্চ ২০২৫ সাল পর্যন্ত পিছিয়ে যাওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছে। আর এখন, কোম্পানির সাব-ব্র্যান্ড সিএমএফ (CMF) তাদের প্রথম স্মার্টফোন লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। এটির নাম CMF Phone 1। টিজার ইমেজটি আসন্ন ডিভাইস থেকে কী কী আশা করা যায় তার সামান্য আভাস দিয়েছে। জানিয়ে রাখি, ‘সিএমএফ বাই নাথিং’ বাজেট রেঞ্জের মার্কেটকে টার্গেট করে প্রোডাক্ট লঞ্চ করে। CMF Phone 1 মডেলটিও একটি বাজেট ফোন হবে, এর যা এর ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি ইঙ্গিত করেছে।

CMF Phone 1 শীঘ্রই লঞ্চ হতে চলেছে

একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে সিএমএফ জানিয়েছে যে, তাদের প্রথম স্মার্টফোনটি ডিজাইনের দিক থেকে চমৎকার হতে চলেছে। এটি নাথিংয়ের উদ্ভাবন এবং ডিজাইনে দ্বারা অনুপ্রাণিত। নাথিংয়ের সাব-ব্র্যান্ডটি এমন একটি বিভাগে এটিকে অন্তর্ভুক্ত করছে, যা অন্যান্য স্মার্টফোন নির্মাতাদের দ্বারা উপেক্ষিত হয়। সিএমএফ ফোন ১ কোম্পানির সমগ্র প্রোডাক্ট ইকোসিস্টেমের একটি এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ এটি একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন হবে।

তবে, সিএমএফ ফোন ১ মডেলে নাথিংয়ের স্মার্টফোনের মতো একই রকম ডিজাইন দেখা যাবে বলে মনে হয়না। টিজার ইমেজটি নিশ্চিত করেছে যে এটিতে একটি স্বচ্ছ ব্যাক প্যানেল এবং গ্লাইফ ইন্টারফেসও থাকবে না। পরিবর্তে, আসন্ন ডিভাইসটিকে একটি অরেঞ্জ শেডে লেদার-টেক্সচারযুক্ত ব্যাক প্যানেলের সাথে দেখা গেছে, যা সাব-ব্র্যান্ডের ডিভাইসগুলিতে পাওয়া যায়। এছাড়াও ফোনটির নীচের ডানদিকে একটি ডায়াল রয়েছে। এটি সিএমএফ নেকব্যান্ড প্রো মডেলে দেখতে পাওয়া ডায়ালটির মতো। তবে স্মার্টফোনে এটি কোন কাজে লাগবে, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। সিএমএফ ফোন ১ ব্র্যান্ডের অন্যান্য ডিভাইসের মতো ভারতের ফ্লিপকার্ট (Flipkart) ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রির জন্য উপলব্ধ বলে নিশ্চিত করা হয়েছে।

স্পেসিফিকেশন সর্ম্পকে বললে, CMF Phone 1 হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। এতে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে৷ CMF Phone 1 মোবাইলটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ MediaTek Dimensity 7200 চিপসেট দ্বারা চালিত হবে বলে শোনা যাচ্ছে। ডিভাইসটির দাম ২৪৯ (প্রায় ২০,৮০০ টাকা) থেকে ২৭৯ ডলার (প্রায় ২৩,৩০০ টাকা)-এর মধ্যে থাকতে পারে এবং এটি আগামী মাসে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story