Concept AI Phone: মুখে বলেই সব কাজ হবে, অ্যাপ ফ্রি স্মার্টফোন এনে সাড়া ফেল দিল এই ব্র্যান্ড

স্মার্টফোনে AI-এর ব্যবহার ক্রমাগত বেড়ে চলেছে। সম্প্রতি স্পেনে অনুষ্ঠিত হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) অনুষ্ঠানে...
techgup 28 Feb 2024 4:34 PM IST

স্মার্টফোনে AI-এর ব্যবহার ক্রমাগত বেড়ে চলেছে। সম্প্রতি স্পেনে অনুষ্ঠিত হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) অনুষ্ঠানে লক্ষ্য করা গেছে যে, বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা বর্তমানে তাদের স্মার্টফোনে AI ফিচার অন্তর্ভুক্ত করছে। আর এই ইভেন্টে Deutsche Telecom এবং Brain.ai তাদের Concept AI Phone প্রদর্শন করেছে। যে ডিভাইসটিও AI ফিচার সহ এসেছে এবং এটি LAM (লার্জ অ্যাকশন মডেল)-Neutral AI অফার করে। চলুন নতুন ডিভাইসটি কেন এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে তা জেনে নেওয়া যাক।

Concept AI Phone হল অ্যাপ মুক্ত স্মার্টফোন

Concept AI Phone ক্লাউড বেসড এআই ফিচার অফার করে। আর এটি এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের অ্যাপমুক্ত থাকার অনুমতিও দেয়। তবে অ্যাপ মুক্ত হওয়া মানে এই নয় যে, ব্যবহারকারীদের ডিভাইসে কোনো অ্যাপের প্রয়োজন হবে না। এই ফিচারটি কেবল বারবার অ্যাপ খোলার প্রয়োজনীয়তাকে দূর করে। কনসেপ্ট এআই ফোনের ব্যবহারকারীরা অ্যাপ খোলার জন্য একটি আলাদা বাটন পাবেন, যেটির দ্বারাই সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে। আর এর জন্য ব্যবহারকারীদের শুধুমাত্র ভয়েস কমান্ড দিলেই হবে। একটি সিঙ্গেল ইন্টারেকশন বাটন সহ এই ফোনটিকে খুব সাধারণ ইন্টারফেসের সাথে লঞ্চ করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা সহজেই এআই এর সুবিধা উপভোগ করতে পারেন।

সংস্থাটির মতে, Concept AI Phone নিজেই এআই জেনারেটেড মেসেজ তৈরি করতে সক্ষম। এছাড়াও, এটি ফ্লাইট বুকিং এবং উপহার নির্বাচনের মতো কাজগুলিও সম্পূর্ণ করার সময় ব্যবহারকারীদের অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে। সংস্থাটির সিইও টিম হোটগেইস বলেছেন যে, আগামী ৫-১০ বছরে আর কেউই অ্যাপের ব্যবহার করবে না।

উল্লেখ্য, ডিভাইসটিতে এআই ফিচার থাকা সত্ত্বেও ব্যবহারকারীরা এটি সাধারণ স্মার্টফোনের মতোই বিভিন্ন অ্যাপ ব্যবহার করার অপশনও পাবেন। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দেওয়া হবে। জানিয়ে রাখি, এই জার্মান কোম্পানিটি কোয়ালকম এবং ব্রেনের সহযোগিতায় নতুন হ্যান্ডসেটটির জন্য একটি অ্যাপ ফ্রি ইউজার ইন্টারফেসও তৈরি করেছে।

Show Full Article
Next Story