Coolpad Grand View 40s: 5G প্রসেসর ও 8 জিবি র‍্যাম সহ নয়া মোবাইল আনল কুলপ্যাড

Coolpad দীর্ঘ সময় পর Grand View 40s নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। সংস্থাটির দাবি, স্লিম বডিতে পাওয়ারফুল...
Ananya Sarkar 25 March 2023 6:15 PM IST

Coolpad দীর্ঘ সময় পর Grand View 40s নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। সংস্থাটির দাবি, স্লিম বডিতে পাওয়ারফুল হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার ফিচার্স ইন্টিগ্রেট করার মাধ্যমে ফোনের ব্যবহারকারীরা উৎকৃষ্ট মাল্টিমিডিয়া অভিজ্ঞতা পাবে। Coolpad Grand View 40s-এ রয়েছে এলসিডি ডিসপ্লে, MediaTek Dimensity 700 প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন তাহলে এই স্মার্টফোনটির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক

Coolpad Grand View 40s-এর স্পেসিফিকেশন

কুলপ্যাড গ্র্যান্ড ভিউ ৪০এস-এ আছে ১,৬০০ × ৭২০ পিক্সেলের রেজোলিউশন এবং ৪৫০ পিপিআই পিক্সেল ঘনত্ব সহ ৬.৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিভাইসটি ৭ ন্যানোমিটারের ফ্যাব্রিকেশন-ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ ৫জি চিপসেট দ্বারা চালিত। গ্রাফিক্সের জন্য, এই চিপে মালি জি৫৭ জিপিইউ-টি যুক্ত রয়েছে। ফোনটিতে সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে।

ক্যামেরার ক্ষেত্রে, কুলপ্যাড গ্র্যান্ড ভিউ ৪০এস-এর ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ওয়াটারড্রপ নচ কাটআউটের ভিতরে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Coolpad Grand View 40s ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ব্র্যান্ডটি এই ডিভাইসে একটি এনএফসি সেন্সর যুক্ত করেছে, যা একাধিক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। নিরাপত্তার জন্য, Grand View 40s-এ সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি ফেস আনলক ফিচারটিও অন্তর্ভুক্ত রয়েছে।

Coolpad Grand View 40s-এর মূল্য ও লভ্যতা

চীনের বাজারে Coolpad Grand View 40s তিনটি ভিন্ন ভ্যারিয়েন্টে উপলব্ধ। তার মধ্যে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৮০০ টাকা)। এছাড়াও, এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির মূল্য যথাক্রমে ১,৬৯৯ ইউয়ান (প্রায় ২০,৩৮০ টাকা) এবং ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৫,২০০ টাকা) নির্ধারণ করা হয়েছে৷ এটি ভারতে লঞ্চ হবে কিনা, সে বিষযে কিছু জানা যায়নি।

Show Full Article
Next Story