জল ধুলোতে নষ্ট হবে না, ২ হাজার টাকার কমে লঞ্চ হল Crosdbeats Slide ইয়ারফোন

ভারতে ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের বাজার মাতাতে আবারও Crossbeats সংস্থাটি নিয়ে আসলো তাদের আরেকটি নতুন ইয়ারফোন, যার...
techgup 15 July 2022 12:51 PM IST

ভারতে ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের বাজার মাতাতে আবারও Crossbeats সংস্থাটি নিয়ে আসলো তাদের আরেকটি নতুন ইয়ারফোন, যার নাম Crosdbeats Slide। তবে সংস্থার এই ইয়ারফোনের চার্জিং কেসে রয়েছে নতুন ডিজাইন। স্লাইড টু ওপেন স্টাইলে এসেছে নতুন ইয়ারফোনের চার্জিং কেসটি। ইয়ারবাডটি এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার সহ এসেছে এবং জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এটি IPX4 রেটিংপ্রাপ্ত। চলুন দেখে নেওয়া যাক নতুন Crosdbeats Slide ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Crosdbeats Slide ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতে ক্রসবিটস স্লাইড ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। তবে ই-কমার্স সাইট অ্যামাজনে এটি ১,৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা এই ইয়ারফোনটি চারকোল ব্ল্যাক, অলিভ গ্রীন এবং মিডনাইট ব্লু কালার অপশনের মধ্যে বেছে নিতে পারবেন।

Crosdbeats Slide ইয়ারফোনের স্পেসিফিকেশন

নবাগত ক্রসবিটস স্লাইড ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনটি ১০ এমএম নিওডাইমিয়াম ড্রাইভারের সাথে এসেছে। আগেই বলা হয়েছে, এতে রয়েছে স্লাইড টু ওপেন ডিজাইনের চার্জিং কেস। তাছাড়া এর নাম থেকেও ইয়ারফোনটির ডিজাইন সম্পর্কে আন্দাজ করা সম্ভব। এমনকি ইয়ারবাডগুলি হাত থেকে পড়ে গেলে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য এতে রয়েছে প্ৰিমিয়াম কোয়ালিটির লেদার ট্যাগ। উপরন্তু ব্যবহারকারী এর কেসটিকে ব্যাগের সঙ্গে কিংবা চাবির রিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখার অপশন পাবেন।

অন্যদিকে, নতুন এই ইয়ারফোনে রয়েছে অটো পেয়ারিং কানেক্টিভিটি এবং ফেদার টাচ কন্ট্রোল। তদুপরি ইয়ারফোনটিতে কোয়াড মাইক্রোফোন সহ এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। এমনকি ইয়ারফোনটিতে লো ল্যাটেন্সি ব্লুটুথ ৫.১, এনভারমেন্ট নয়েজ ক্যান্সলেশন, ফোন কলের উত্তর দেওয়ার জন্য, মিউজিক ট্র্যাক পরিবর্তনের জন্য এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু করার জন্য মাল্টিফাংশন টাচ কন্ট্রোল উপলব্ধ।

এবার আসা যাক Crosdbeats Slide ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসা নতুন এই ইয়ারফোনটি একবার চার্জে ৩০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে। পরিশেষে জানিয়ে রাখি, ইয়ারফোনটির পরিমাপ ১২০x৯৪x৩৪ এমএম এবং ওজন ১১০ গ্রাম।

Show Full Article
Next Story