একবার চার্জে চলবে ১৫ দিন, দেশীয় কোম্পানির Crossbeats Ignite S4 Max স্মার্টওয়াচ লঞ্চ হল

দেশীয় ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতকারক সংস্থা Crossbeats এবার নিয়ে এল তাদের নতুন Crossbeats Ignite S4 Max স্মার্টওয়াচ।...
techgup 11 Aug 2022 12:53 AM IST

দেশীয় ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতকারক সংস্থা Crossbeats এবার নিয়ে এল তাদের নতুন Crossbeats Ignite S4 Max স্মার্টওয়াচ। এতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার ছাড়াও ব্লাড অক্সিজেন মনিটর ও বিভিন্ন ধরনের ফিটনেস ফিচার। চলুন দেখে নেওয়া যাক নতুন Crossbeats Ignite S4 Max স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Crossbeats Ignite S4 Max স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ক্রসবিট ইগনাইট এস৪ ম্যাক্স স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৩,৯৯৯ টাকা। বর্তমানে অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল ২০২২-এ কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই স্মার্টওয়াচটি। তবে খুব শীঘ্রই সংস্থার নিজস্ব ওয়েবসাইটে এটি উপলব্ধ হবে। কোল ব্ল্যাক এবং মিষ্টিক ব্লু - এই দুটি কালারে ক্রেতারা বেছে নিতে পারবেন নতুন ঘড়িটি।

Crossbeats Ignite S4 Max স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

নতুন ক্রসবিট ইগনাইট এস৪ ম্যাক্স স্মার্টওয়াচটি বেজেল-লেস ১.৯৯ ইঞ্চি এইচডি কালার ডিসপ্লে এবং অলওয়েজ অন টেকনোলজি সাপোর্ট সহ এসেছে। তাছাড়া এর মাল্টিফাংশন ক্রাউন বাটন ঘড়িটিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। উপরন্তু এতে দেওয়া হয়েছে সিলিকনের স্ট্র্যাপ। এমনকি ঘড়িটিতে SpO2 সেনসর, হার্ট রেট মনিটর, স্ট্রেস এবং স্লিপ ট্র্যাকার উপলব্ধ।

অন্যদিকে ইগনাইট এস৪ ম্যাক্স ঘড়িতে রয়েছে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার, ইন বিল্ট মাইক্রোফোন এবং ২ ওয়াট স্পিকার। আগেই বলা হয়েছে, ঘড়িটি ব্লুটুথ কলিং ফিচারের সাথে এসেছে। তাই ব্যবহারকারী তার স্মার্টফোন ছাড়া হাতের ঘড়ি থেকে ফোন রিসিভ এবং কল করতে পারবেন। তাছাড়া ওয়্যারেবলটিতে রয়েছে ৫০০ বেশি ওয়াচফেস এবং ১১ টি মেনু ইন্টারফেস থিম।

এবার আলোচনা করা যাক Crossbeats Ignite S4 Max স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ১৫ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি ঘড়িটিকে সুরক্ষিত রাখার জন্য থাকছে পাসওয়ার্ড লক অপশন।

Show Full Article
Next Story