Samsung Galaxy s24 5G ও OnePlus 12R লঞ্চের পর এই প্রথম সবচেয়ে কম দামে

আপনি কি OnePlus বা Samsung-এর কোনো দামি ফোন কিনতে চান? কিন্তু কোনো অফারের অপেক্ষায় থাকতে? আপনার উত্তর যদি হ্যাঁ হয়,...
techgup 4 March 2024 4:23 PM IST

আপনি কি OnePlus বা Samsung-এর কোনো দামি ফোন কিনতে চান? কিন্তু কোনো অফারের অপেক্ষায় থাকতে? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। কারণ, এখন Amazon-এ OnePlus 12R এবং Samsung Galaxy S24 5G ডিভাইস দুটি পাওয়া যাচ্ছে দারুন সস্তায়। ফোন দুটির সাথে পাওয়া যাবে ৫,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস।

Samsung Galaxy S24 5G AI-এর দাম, অফার এবং স্পেসিফিকেশন

এখন সমসাং গ্যালাক্সি এস২৪ ৫জি এআই এর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনে ৭৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার এইচডিএফসি ব্যাঙ্ক কার্ড ব্যবহারকারীরা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ৫,০০০ টাকা ছাড়। এছাড়া, এক্সচেঞ্জ অফারে আপনি পেয়ে যেতে পারেন ২৫,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। প্রসঙ্গত উল্লেখ্য, এক্সচেঞ্জ অফারে উপলব্ধ ডিসকাউন্ট আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির বিনিময় নীতির উপর নির্ভর করবে। আবার, প্রতিমাসে ৩৮৭৯ টাকার কিস্তির মাধ্যমেও এই ফোনটি কেনার সুযোগ পাওয়া যাবে।

ফিচার সম্পর্কে কথা বললে, Samsung Galaxy S24 5G AI ফোনে আছে ৬.২ইঞ্চি ফুল এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান। যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১০ মেগাপিক্সেল ৪এক্স অপটিক্যাল জুম টেলিফটো লেন্স। এআই ফিচার বিশিষ্ট এই ডিভাইসে ৪০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত।

OnePlus 12R-এর দাম, অফার এবং স্পেসিফিকেশন

৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসা ওয়ানপ্লাস ১২আর এখন অ্যামাজনে ৩৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আর, ব্যাঙ্ক অফারের মাধ্যমে ব্যবহারকারীরা এর দাম আরো কিছুটা কমিয়ে ফেলতে পারবেন। এছাড়া, এক্সচেঞ্জ অফারে পাওয়া যাবে ১৫,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। আর আপনি চাইলে প্রতিমাসে ১৯৩৯ টাকা ইএমআই দিয়েও এই মিড রেঞ্জ ফোনটি কিনতে পারবেন।

এই ডিভাইসে সুপার ব্রাইট ১.৫ কে এলটিপিও প্রোএক্সডিআর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ৪৫০০ নিটস উজ্জ্বলতা সমর্থন করে। আবার, ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স ব়্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ আসা OnePlus 12R ফোনে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট। আর পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

Show Full Article
Next Story