৩৬ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, iPhone 12, iPhone SE সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে

সম্প্রতি Apple (অ্যাপল)-এর বহুপ্রতীক্ষিত iPhone 14 (আইফোন ১৪) সিরিজ লঞ্চ হওয়ার পর পুরোনো আইফোনগুলি ইদানীংকালে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে আপনি…

সম্প্রতি Apple (অ্যাপল)-এর বহুপ্রতীক্ষিত iPhone 14 (আইফোন ১৪) সিরিজ লঞ্চ হওয়ার পর পুরোনো আইফোনগুলি ইদানীংকালে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি হালফিলে আইফোন ১২ (iPhone 12) বা আইফোন এসই ২০২০ (iPhone SE 2020) মডেলগুলি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে ফ্লিপকার্ট (Flipkart) এবং অ্যামাজন (Amazon) এই মুহূর্তে আপনার জন্য নিয়ে এসেছে এক দারুণ সুবর্ণ সুযোগ। চলতি সময়ে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল (Amazon Great Indian Sale)-এ iPhone 12 স্মার্টফোনটিকে ক্রেতারা ২৯,০০০ টাকারও কম দামে পকেটস্থ করতে পারবেন। অন্যদিকে, ১৫,০০০ টাকারও কম খরচে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল (Flipkart Big Billion Days Sale) চলাকালীন iPhone SE 2020 কিনতে পারবেন গ্রাহকরা। আসুন, এই চমকপ্রদ অফার দুটির সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Amazon Great Indian Sale-এ মাত্র ২৮,৩৯৯ টাকায় কিনুন iPhone 12

আইফোন ১২-এর ৬৪ জিবি বেস ভ্যারিয়েন্টের আসল দাম ৬৫,৯০০ টাকা। তবে বর্তমানে অ্যামাজনে এটি ৪২,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে, ফলে ক্রেতারা ২২,৯০১ টাকা ছাড়ে এই হ্যান্ডসেটটিকে পকেটস্থ করতে সক্ষম হবেন। কিন্তু এখানেই শেষ নয়, সংস্থা কর্তৃক প্রদত্ত এক্সচেঞ্জ অফারের সৌজন্যে ক্রেতারা এই স্মার্টফোনটির দাম আরও খানিকটা কমিয়ে আনতে পারবেন। পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে ডিভাইসটি কিনলে ১৪,৬০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে, এর ফলে আইফোন ১২-এর দাম কমে দাঁড়াবে মাত্র ২৮,৩৯৯ টাকা। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ।

উল্লেখ্য, আইফোন ১২ কেনার ক্ষেত্রে কোনো ব্যাঙ্ক অফার দিচ্ছে না অ্যামাজন। তবু এটি ছাড়াও ক্রেতারা এখন অনেকটাই কম দামে জনপ্রিয় এই ই-কমার্স সাইটটি থেকে আইফোন ১২ কিনতে পারবেন। বলে রাখি, এই সুবিধাটি স্মার্টফোনটির অন্যান্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারের সুবাদে মাত্র ৪৩,৩৯৯ টাকায় পাওয়া যাবে আইফোন ১২-এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট।

Flipkart Big Billion Days Sale-এ মাত্র ১৩,৫৯৯ টাকায় কিনে নিন iPhone SE 2020

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ১৫,০০০ টাকারও কম দামে কেনা যাবে আইফোন এসই ২০২০। তবে এতটা কম দামে এই হ্যান্ডসেটটি কিনতে হলে ক্রেতাদের পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করতে হবে। উল্লেখ্য যে, অ্যাপল আইফোন এসই ২০২০-এর ৬৪ জিবি বেস ভ্যারিয়েন্টের আসল দাম ৩৯,৯০০ টাকা হলেও, বর্তমানে এটি ফ্লিপকার্টে ৩০,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ, ক্রেতারা ৯,৪০১ টাকা ছাড়ে এই স্মার্টফোনটি কিনতে পারবেন। আবার, পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে এই হ্যান্ডসেটটি কিনলে ক্রেতারা ১৬,৯০০ টাকা পর্যন্ত ছাড় পেতে সক্ষম হবেন। ফলে যদি সম্পূর্ণ এক্সচেঞ্জ বোনাস পাওয়া যায়, তাহলে আইফোন এসই ২০২০-এর দাম কমে দাঁড়াবে মাত্র ১৩,৫৯৯ টাকা। তবে ইউজাররা যে ফোনটি এক্সচেঞ্জ করবেন, তার বর্তমান অবস্থার ওপরই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। এর পাশাপাশি এই হ্যান্ডসেটটি কেনার ক্ষেত্রে ফ্লিপকার্ট বেশ কিছু ব্যাঙ্ক অফারও প্রদান করছে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড মারফত কেনাকাটা করলে অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে সক্ষম হবেন গ্রাহকরা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন