দাম মাত্র ৭৯৯ টাকা, DEFY FuzionX Pro ইয়ারফোন ১৬ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ও জল প্রতিরোধী রেটিং সহ লঞ্চ হল

চলতি বছরের জানুয়ারী মাসে DEFY Space স্মার্টওয়াচ লঞ্চের মাধ্যমে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করে দেশীয় অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড DEFY । এবার সংস্থাটি বাজারে নিয়ে আসলো তাদের…

চলতি বছরের জানুয়ারী মাসে DEFY Space স্মার্টওয়াচ লঞ্চের মাধ্যমে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করে দেশীয় অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড DEFY । এবার সংস্থাটি বাজারে নিয়ে আসলো তাদের নতুন DEFY FuzionX Pro ইয়ারবাড। নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনটি বাজেট রেঞ্জে আসলেও এতে রয়েছে একাধিক উন্নততর ফিচার। তাই সহজেই ভারতীয় বাজারের একটি বিশাল অংশের কাছে এটি আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছে সংস্থাটি। এতে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার এবং লো ল্যাটেন্সি মোড। ফলে গেমারদের জন্য এটি উপযুক্ত । চলুন দেখে নেওয়া যাক নতুন DEFY FuzionX Pro ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

DEFY FuzionX Pro এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ফিউজনএক্স প্রো নেকব্যান্ড ইয়ারবাডটির দাম ৭৯৯ টাকা ধার্য করা হয়েছে। ইয়ারফোনটির সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি। ব্ল্যাক, রেড এবং আলট্রামেরিন ব্লু কালার অপশনে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে উপলব্ধ নতুন এই ইয়ারফোনটি।

DEFY FuzionX Pro এর ফিচার এবং স্পেসিফিকেশন

নবাগত ডেফি ফিউজনএক্স প্রো ইয়ারফোনটি ১০ এমএম ড্রাইভারের সাথে এসেছে। এটি স্বচ্ছ এবং ব্যালেন্স বেস প্রদান করতে সক্ষম। শুধু তাই নয়, এটি এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার অফার করবে। এমনকি এর ইনবিল্ড মাইক ফোন কল চলাকালীন অথবা গান শোনার সময় বাইরের আওয়াজ বাড়াতে সাহায্য করে।

অন্যদিকে, দ্রুত সংযোগের জন্য এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ৫.২ ভার্সন। এখানে জানিয়ে রাখি, ইয়ারফোনটিতে চার্জিয়ের জন্য ইউএসবি সি টাইপ পোর্ট রয়েছে এবং একবার চার্জে এটি ১৬ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে ।

উল্লেখ্য, ফিউশনএক্স প্রো হল একটি কম ল্যাটেন্সি যুক্ত এবং ল্যাগ ফ্রি নেকব্যান্ড ইয়ারফোন, যা টার্বো মোডে ল্যাটেন্সি কমিয়ে গেমারদের উন্নত গেমিং এক্সপেরিয়েন্স সরবরাহ করতে বদ্ধপরিকর। এছাড়া এতে ডুয়াল পেয়ারিং সাপোর্ট করে ও এটি স্বয়ংক্রিয়ভাবে প্লে এবং পজ করতে সক্ষম। তদুপরি, DEFY FuzionX Pro ইয়ারফোন তার ব্যাটারির জন্য ওভার চার্জ প্রটেকশনের সাথে এসেছে। পাশাপাশি জল এবং ঘাম থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখার জন্য এটি IPX5 রেটিং প্রাপ্ত।