Samsung

বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড হয়েও চিন্তায় স্যামসাং! অ্যাপল, শাওমিদের তুলনায় কমছে বিক্রি

Samsung - স্যামসাং হল বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন ব্র্যান্ড।‌ তারা এই সময় ৫৭.৫ মিলিয়ন স্মার্টফোন বিশ্বজুড়ে বিক্রি করেছে। তবে এই সংখ্যা গতবছরের তৃতীয় কোয়ার্টারের থেকে ২ শতাংশ কম।

Ankita Mondal 2 Nov 2024 11:03 PM IST

কয়েকবছর আগে চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলির কারণে কোনঠাসা হয়ে পড়েছিল স্যামসাং। কম দামে অত্যাধুনিক ফিচার অফার করার কারণে চীনা ব্র্যান্ডগুলির সাথে লড়াইয়ে পেরে উঠছিল না দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। তবে গতবছর থেকে ফের স্বমহিমায় ফেরে Samsung। এর নেপথ্যে কারণ গ্যালাক্সি এস২৪ সিরিজের বিরাট সাফল্য। এর ফলে গ্লোবাল স্মার্টফোন মার্কেটের সেরা স্মার্টফোন ব্র্যান্ড হয়ে ওঠে তারা। তবে বছর ঘুরতে না ঘুরতেই ফের পুরানো স্মৃতি উঁকি দিতে শুরু করেছে স্যামসাং কর্মকর্তাদের মনে।

স্মার্টফোন বিক্রি কমেছে Samsung এর

মার্কেট রিসার্চ ফার্ম, ক্যানালিস এর ২০২৪ সালের তৃতীয় কোয়ার্টারের রিপোর্ট অনুযায়ী, স্যামসাং হল বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন ব্র্যান্ড।‌ তারা এই সময় ৫৭.৫ মিলিয়ন স্মার্টফোন বিশ্বজুড়ে বিক্রি করেছে। তবে এই সংখ্যা গতবছরের তৃতীয় কোয়ার্টারের থেকে ২ শতাংশ কম। তুলনা করে দেখলে স্যামসাং হল একমাত্র ব্র্যান্ড যারা গতবছরের চেয়ে এবছরে কম ফোন বিক্রি করতে পেরেছে। চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে অ্যাপল ৫৪.৫ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করে তালিকায় দ্বিতীয় স্থানে আছে, যা গতবছরে এই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি।

উল্লেখ্য, ক্যানালিস এর রিপোর্টে বলা হয়েছে, উল্লেখিত সময়ে সমগ্র স্মার্টফোন মার্কেটে ৫ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এদিকে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে চীনা ব্র্যান্ড শাওমি। তারা গতবছরের থেকে ৩ শতাংশ বেশি স্মার্টফোন বিক্রি করেছে, যার পরিমাণ ৪২.৮ মিলিয়ন। আর ওপ্পো বিক্রি করেছে ২৮.৬ মিলিয়ন স্মার্টফোন, যা গতবছরের এই সময়ের তুলনায় ৮ শতাংশ বেশি। অন্যদিকে গ্লোবাল স্মার্টফোন মার্কেটের পঞ্চম সবচেয়ে বড় ব্র্যান্ড হল ভিভো। তারা এই বছর ২৭.২ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে, যা গতবছরের তৃতীয় কোয়ার্টারের নিরিখে ২৪ শতাংশ বেশি।

ক্যানালিস এর রিপোর্টে আরও জানানো হয়েছে, উত্তর আমেরিকা ও ইউরোপে স্মার্টফোন বিক্রি আগের তুলনায় অনেক কমেছে। তবে দক্ষিণ পূর্ব এশিয়া ও লাতিন আমেরিকায় ফোন বিক্রি অনেক বেড়েছে। ক্যানালিস বলেছে চতুর্থ কোয়ার্টারে আরও স্মার্টফোন বিক্রি বাড়বে।

Show Full Article
Next Story