৭ হাজার টাকা থেকে Redmi, Realme -র ফোন, চলছে অ্যামাজন হ্যাপিনেস আপগ্রেড ডেজ সেল

আপনি কি হালফিলে কম দামের অথচ ফিচারে ঠাসা সবচেয়ে সেরা স্মার্টফোনটিকে পকেটস্থ করার কথা ভাবছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার...
techgup 5 Oct 2022 6:20 PM IST

আপনি কি হালফিলে কম দামের অথচ ফিচারে ঠাসা সবচেয়ে সেরা স্মার্টফোনটিকে পকেটস্থ করার কথা ভাবছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে সম্প্রতি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon, Great Indian Festival Sale-এর অধীনে Happiness Upgrade Days Sale নিয়ে হাজির হয়েছে, যার সুবাদে ক্রেতারা ৭,০০০ টাকারও কম খরচে কিনে নিতে পারবেন বিভিন্ন নামজাদা ব্র্যান্ডের একাধিক দুর্দান্ত স্মার্টফোন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, সেলটিতে বিভিন্ন হ্যান্ডসেটে অগ্রিম ছাড়ের পাশাপাশি আকর্ষণীয় ব্যাংক অফার এবং অনেক অতিরিক্ত ডিসকাউন্ট অফারও পাওয়া যাবে। চলুন, Amazon Happiness Upgrade Days Sale-এ বাম্পার ডিসকাউন্টে কেনা যাবে, এমন তিনটি দুর্দান্ত এন্ট্রি-লেভেল স্মার্টফোনের কথা জেনে নেওয়া যাক।

Amazon Happiness Upgrade Days Sale -এ জলের দরে কিনে নিন এই ৩ টি স্মার্টফোন

Realme Narzo 50i

অ্যাযাজন হ্যাপিনেস আপগ্রেড ডেজ সেলে ১৯% ছাড়ের সুবাদে রিয়েলমির এই ফোনটির ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ মডেলটি কিনতে হলে গ্রাহকদেরকে ৭,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৬,৪৯৯ টাকা ব্যয় করতে হবে। তদুপরি, এই হ্যান্ডসেটটি কেনার ক্ষেত্রে আকর্ষণীয় নো-কস্ট ইএমআই এবং ৬,১৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও উপলব্ধ রয়েছে। রিয়েলমি নারজো ৫০আই-তে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Redmi 9A Sport

চলতি সেলে রেডমির এই ফোনটিতে ১৮% ছাড় দিচ্ছে অ্যামাজন। ফলে হ্যান্ডসেটটির ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ক্রেতারা ৮,৪৯৯ টাকার বদলে মাত্র ৬,৯৯৯ টাকায় পকেটস্থ করতে পারবেন। তদুপরি, অ্যামাজন এই ফোনে ৭০০ টাকার কুপন ডিসকাউন্ট এবং ৬,৫৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করছে। ফিচারের কথা বললে, রেডমির এই ফোনে আছে ৬.৫৩ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, এবং মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর।

Tecno Spark 9

টেকনোর এই স্মার্টফোনে ৭ জিবি পর্যন্ত র‍্যামের সুবিধা মিলবে। এর মধ্যে রয়েছে ৪ গিগাবাইট ইন-বিল্ট র‍্যাম, আর সংস্থার অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিভাইসটির র‍্যাম আরও ৩ জিবি (ভার্চুয়াল) বাড়িয়ে নিতে পারবেন ইউজাররা। এছাড়া, এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ, মিডিয়াটেক হেলিও জি৩৭ গেমিং প্রসেসর, ১৩ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। চলতি হ্যাপিনেস আপগ্রেড ডেজ সেলে ৩২% ছাড়ের সৌজন্যে স্মার্টফোনটির ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে হলে ক্রেতাদের ১১,৪৯৯ টাকার পরিবর্তে মাত্র ৭,৭৬৯ টাকা ব্যয় করতে হবে। তদুপরি, আরবিএল কিংবা সিটি ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আরও ১,২৫০ টাকা ছাড় পেতে সক্ষম হবেন ক্রেতারা। আবার, পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে এই হ্যান্ডসেটটি কেনার ক্ষেত্রে ৭,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাওয়া যাবে।

Show Full Article
Next Story