Doogee S89 Pro: চার্জই শেষ হবে না, বাজারে এল 12000mAh ব্যাটারির দু'দুটি স্পেশাল স্মার্টফোন

গেমিং-কেন্দ্রিক রাগড স্মার্টফোন নির্মাণের জন্য সুপরিচিত ব্র্যান্ড ডুগি তাদের S89 সিরিজের অধীনে Doogee S89 এবং S89 Pro...
Anwesha Nandi 23 Aug 2022 1:25 PM IST

গেমিং-কেন্দ্রিক রাগড স্মার্টফোন নির্মাণের জন্য সুপরিচিত ব্র্যান্ড ডুগি তাদের S89 সিরিজের অধীনে Doogee S89 এবং S89 Pro মডেল দুটি বিশ্ববাজারে উন্মোচন করেছে। এই হ্যান্ডসেটগুলি আলিএক্সপ্রেস (AliExpress) এবং ডুগিমল (Doogeemall)-এর মাধ্যমে বিশ্বব্যাপী উপলব্ধ হয়েছে এবং গ্লোবাল লঞ্চের অংশ হিসাবে, নবাগত Doogee S89 এবং S89 Pro হ্যান্ডসেট দুটির ওপর ৫০% ছাড় ঘোষণা করা হয়েছে। এই দুই ফোনই বিশাল আকারের ১২,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা সহজেই একবার চার্জে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ প্রদান করতে পারে। Doogee S89 এবং S89 Pro উভয় ডিভাইসেই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এবং এগুলি ৮ জিবি র‍্যাম এবং MediaTek Helio P90 চিপসেট অফার করে। এছাড়াও, এই রাগড ফোনগুলির ব্যাক প্যানেলে দেখা যাবে আরজিবি লাইট এফেক্ট, যা পছন্দমতো কাস্টমাইজ করতে পারবেন ব্যবহারকারীরা। চলুন এই নয়া ফোনগুলির দাম ও স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

ডুগি এস৮৯ এবং এস৮৯ প্রো-এর দাম (Doogee S89 এবং S89 Pro Price)

গ্লোবাল লঞ্চের অংশ হিসেবে, ডুগি এস৮৯ সিরিজের ওপর বিশাল ছাড় ঘোষণা করা হয়েছে। আগামী ২২ আগস্ট এবং ২৬ আগস্ট পর্যন্ত, এই লাইনআপের ডিভাইসগুলি আলিএক্সপ্রেস (AliExpress) থেকে ৫০% ছাড়ের সাথে কেনা যাবে। ডুগি এস৮৯-এর আসল মূল্য ৪৫৯.৯৮ ডলার (প্রায় ৩৬,৭৫০ টাকা), তবে এটি এখন পাওয়া যাবে মাত্র ২২৯.৯৯ ডলারে (প্রায় ১৮,৩৭০ টাকা)। আবার স্ট্যান্ডার্ড ডুগি এস৮৯-এর আসল মূল্য ৩৯৯.৯৮ ডলার (প্রায় ৩২,০০০ টাকা) হলেও, এটি বর্তমানে মাত্র ১৯৯.৯৯ ডলার (প্রায় ১৬,০০০ টাকা) দামে কেনা যাবে। এছাড়াও, আলিএক্সপ্রেসে প্রাথমিক ক্রেতাদের জন্য অতিরিক্ত ১০ ডলার (প্রায় ৮০০ টাকা)-এর কুপন উপলব্ধ রয়েছে।

ডুগি এস৮৯ এবং এস৮৯ প্রো-এর স্পেসিফিকেশন (Doogee S89 এবং S89 Pro Specifications)

প্রথমেই আসা যাক এস৮৯ সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ, এর ব্যাটারির প্রসঙ্গে। ডুগি এস৮৯ এবং এস৮৯ প্রো-এ বিশাল ১২,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা একক চার্জে তিন থেকে পাঁচ দিনের ব্যাটারি ব্যাকআপ প্রদান করে। এটি দূরপাল্লার ড্রাইভার, হার্ডকোর ক্যাম্পার এবং অফ-গ্রিড বাসিন্দাদের জন্য দুর্দান্ত। এমনকি ভ্রমণকারী না হলেও, এই বিশাল ব্যাটারি থেকে যেকোনও গ্রাহকই উপকৃত হতে পারেন, কারণ এটি একক চার্জে ১৬ ঘন্টা গেমিং, ১৮ ঘন্টা স্ট্রিমিংয়ের পাশাপাশি আরও অনেক কিছু করতে দেয়। উল্লেখযোগ্যভাবে, ডুগি এস৮৯ প্রো হল ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ আসা প্রথম রাগড স্মার্টফোন। ৬৫ ওয়াট চার্জার দিয়ে, ২ ঘন্টার মধ্যে ১২,০০০ এমএএইচ ব্যাটারি শূন্যে থেকে ১০০% পর্যন্ত চার্জ করা যাবে। আবার রেগুলার ডুগি এস৮৯ মডেলটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জারের সাথে এসেছে। পারফরম্যান্সের জন্য, এই হ্যান্ডসেটগুলি মিডিয়াটেক হেলিও পি৯০ চিপসেট দ্বারা চালিত। এস৮৯ প্রো ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অফার করে।

ক্যামেরার ক্ষেত্রে, S89 এবং S89 Pro উভয়েই উন্নত Sony সেন্সর সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Pro মডেলের ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২০ মেগাপিক্সেলের নাইট ভিশন সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স উপস্থিত রয়েছে। তবে, S89 ফোনটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে একই ২০ মেগাপিক্সেলের নাইট ভিশন লেন্স এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিটের সাথে এসেছে৷ এই সিরিজের দুটি ফোনেরই প্রধান ক্যামেরাটি সেরা শট দেওয়ার জন্য বিশেষভাবে টিউন করা হয়েছে।

প্রসঙ্গত, আরও একটি জিনিস যা এই সিরিজটিকে অনন্য করে তুলেছে তা হল, এর আরজিবি লাইট ইফেক্ট, যাকে "ব্রিদিং লাইট" হিসাবে বাজারজাত করা হয়েছে। এটি একটি ব্যাকলাইট, সম্প্রতি লঞ্চ হওয়া Nothing Phone (1)-এ যেমনটা দেখা যায়। তবে ডুগির এই রাগড ফোনগুলিতে আরও কাস্টমাইজেশন অপশন, ফাংশন এবং রঙ রয়েছে। আলোর রং, প্যাটার্ন থেকে আলোর গতি-এই সবকিছুই ক্রেতারা নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন। Nothing Phone-এর মতো, ব্রিদিং লাইট এফেক্টটি ইনকামিং কল এবং নোটিফিকেশন-এর মতো ফোনের সাধারণ ফাংশনগুলির জন্য ব্যবহার করা যেতে পারে, বা এটিকে একটি ইকুয়ালাইজারের মতো মিউজিকের সাথে সিঙ্ক করা যেতে পারে।

উল্লেখ্য, উভয় ফোনেই আইপি৬৮ (IP68) ও আইপি৬৯কে (IP69K) রেটিং এবং সাম্প্রতিকতম এমআইএল-এসটিডি-৮১০এইচ (MIL-STD-810H) সার্টিফিকেশন রয়েছে, যা এগুলিকে জল, ধুলো এবং শকপ্রুফ এবং চরম এবং কঠিন পরিবেশের জন্য উপযুক্ত করে তোলে৷ এছাড়াও, S89 এবং S89 Pro-এ এনএফসি ফাংশন, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম, রিভার্স চার্জিং, কাস্টম বাটন মিলবে।

Show Full Article
Next Story