সময়সীমা বাড়ল, USB-C চার্জিং পোর্ট ছাড়াই আসতে পারে iPhone 15

ইউরোপিয়ান ইউনিয়ন (EU) iPhone সহ সমস্ত ফোনের জন্য ইউএসবি সি পোর্ট (USB-C Port) বাধ্যতামূলক করার সময়সীমা ২০২৪ সালের ২৮...
Julai Modal 9 Dec 2022 11:38 AM IST

ইউরোপিয়ান ইউনিয়ন (EU) iPhone সহ সমস্ত ফোনের জন্য ইউএসবি সি পোর্ট (USB-C Port) বাধ্যতামূলক করার সময়সীমা ২০২৪ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত করল। এরফলে চলতি বছরে লঞ্চ হতে চলা iPhone 15 সিরিজে ইউএসবি সি পোর্ট নাও দেখা যেতে পারে। যদিও বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল যে, আসন্ন আইফোন সিরিজের বড় পরিবর্তন হিসেবে লাইটিনিং পোর্টের বদলে ইউএসবি টাইপ সি পোর্ট দেখা যাবে।

USB-C Port বাধ্যতামূলক করার সময়সীমা নির্ধারণ করল EU

ইউরোপিয়ান ইউনিয়নের নতুন ইউএসবি-সি পোর্ট সংক্রান্ত আইনটি অফিসিয়াল জার্নালে প্রকাশিত হয়েছে, যেখান থেকে জানা গেছে, ইইউ সদস্য দেশগুলিকে জাতীয় আইন হিসাবে প্রয়োগ করার জন্য দুই বছর সময় দেওয়া হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়ন এর আগে বলেছিল যে, নতুন নিয়ম ২০২৪ এর শরৎকাল থেকে প্রযোজ্য হবে, তবে এখন তারা জানিয়েছে, নয়া নিয়ম "২০২৪ সালের শেষের দিকে" প্রযোজ্য হবে।

জানিয়ে রাখি, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা, হেডফোন এবং হ্যান্ডহেল্ড ভিডিও গেম কনসোলের মতো একাধিক ডিভাইসের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। আর ২০২৬ সালের এপ্রিল থেকে ল্যাপটপের ক্ষেত্রেও এই নিয়ম লাঘু হবে।

Show Full Article
Next Story