Oppo Reno 13 সিরিজের ব্যাটারি পাঁচ বছরেও নষ্ট হবে না, থাকবে Dimensity 8350 প্রসেসর
Oppo Reno 13 Series অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ColorOS 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। এই সিরিজের সামনে 1.5K রেজোলিউশনের ডিসপ্লে দেওয়া হবে এবং এই ডিসপ্লে আই প্রোটেকশন সহ আসবে।
Oppo Reno 13 সিরিজ লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেছে। আগামী 25 নভেম্বর এই সিরিজের ফোনগুলি চীনে আত্মপ্রকাশ করবে। ডিভাইসগুলি Vivo S20 সিরিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। লঞ্চের সময় যত এগিয়ে আসছে সংস্থার তরফে Reno 13 সিরিজের বিভিন্ন ফিচার সামনে আনা হচ্ছে। এর আগের দিন এই সিরিজের ডিজাইন, নেটওয়ার্ক ফিচার প্রকাশ করা হয়েছিল। আজ আবার এদের প্রসেসর, ইউআই, ডিসপ্লে ও ব্যাটারি স্পেসিফিকেশন নিশ্চিত করা হয়েছে।
Oppo Reno 13 Series: স্পেসিফিকেশন ও ফিচার
ওপ্পোর তরফে সম্প্রতি জানানো হয়েছে যে আসন্ন রেনো 13 সিরিজে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 চিপ দেওয়া হবে। আশা করা যায় যে, এই প্রসেসরে D8300 SoC এর সিপিইউ ও জিপিইউ থাকবে। সংস্থার তরফে বলা হয়েছে নতুন স্মার্টফোনগুলি আগের মডেলের তুলনায় 1.5 গুন দ্রুত পারফরম্যান্স দেবে। আবার আসন্ন ডিভাইসগুলি কোনো গরম হওয়ার সমস্যা ছাড়াই 8 ঘন্টা গেমপ্লে টাইম অফার করবে।
রেনো 13 সিরিজ অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ColorOS 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। এই সিরিজের সামনে 1.5K রেজোলিউশনের ডিসপ্লে দেওয়া হবে এবং এই ডিসপ্লে আই প্রোটেকশন সহ আসবে। ওপ্পো আরও দাবি করেছে যে, স্মার্টফোনগুলি বড় ব্যাটারি সহ লঞ্চ হবে এবং এগুলি পাঁচ বছর পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেবে। যদিও নির্দিষ্ট ব্যাটারি ক্যাপাসিটি জানানো হয়নি।
স্টোরেজ ও কালার ভ্যারিয়েন্ট
তবে এর আগে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল যে, রেনো 13 মডেলে 5600mAh ব্যাটারি থাকবে। আর প্রো মডেলে 5900mAh ব্যাটারি দেওয়া হবে। ফোন দুটি বিভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যার মধ্যে থাকবে 12GB + 256GB, 12GB + 512GB, 16GB + 256GB, 16GB + 512GB ইত্যাদি। হয়তো প্রো মডেলটি 1TB মেমোরি সহ আসবে। রেনো 13 সিরিজ মিডনাইট ব্ল্যাক ও বাটারফ্লাই পার্পেল, গ্যালাক্সি ব্লু, স্টারলাইট পিঙ্ক কালারে পাওয়া যাবে।
Oppo Reno 13 Series অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ColorOS 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। এই সিরিজের সামনে 1.5K রেজোলিউশনের ডিসপ্লে দেওয়া হবে এবং এই ডিসপ্লে আই প্রোটেকশন সহ আসবে।