লোভনীয় অফার, বেছে নিন পছন্দের Redmi, Realme, Oppo, Vivo, Samsung ফোন

Flipkart Big Billion Days Sale: Flipkart আয়োজিত ‘Big Billion Days’ সেলের আজ দ্বিতীয় দিন। এই এক সপ্তাহব্যাপী চলমান সেলে সর্বোচ্চ ডিসকাউন্টের সাথে স্মার্টফোন বিক্রি করা…

Flipkart Big Billion Days Sale: Flipkart আয়োজিত ‘Big Billion Days’ সেলের আজ দ্বিতীয় দিন। এই এক সপ্তাহব্যাপী চলমান সেলে সর্বোচ্চ ডিসকাউন্টের সাথে স্মার্টফোন বিক্রি করা হচ্ছে। যার দরুন গ্রাহকদের মধ্যে সস্তায় স্মার্ট মোবাইল কেনার জন্য এমন হুড়হুড়ি পড়ে গেছে যে, হয়তো সেল শেষ হওয়ার আগেই বেশ কয়েকটি মডেল ‘আউট অফ স্টক’ হয়ে যেতে পারে। তাই আপনি যদি সময় তথা সুযোগের সদ্ব্যবহার করে Vivo, Xiaomi, Samsung, Motorola ইত্যাদি নামজাদা ব্র্যান্ডের একটি নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্যই! কেননা আজ আমরা আলোচ্য সেলে ২০,০০০ টাকার কমে উপলব্ধ কয়েকটি সেরা মডেলের খোঁজ দেব। প্রসঙ্গত, ICICI এবং Axis ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে অতিরিক্তভাবে আরো ১০% ছাড় দেওয়া কথাও নিশ্চিত করেছে ই-কমার্স প্ল্যাটফর্মটি। চলুন Flipkart Big Billion Days Sale -এ অফারের সাথে তালিকাভুক্ত হাই-বাজেট রেঞ্জ স্মার্টফোনগুলির তালিকা দেখে নেওয়া যাক এবার।

Flipkart Big Billion Days Sale স্মার্টফোন অফার

Redmi Note 11SE : শাওমি অধীনস্ত সাব-ব্র্যান্ডের এই বাজেট স্মার্টফোনের দাম ফ্লিপকার্ট সেলে ১২,২৪৯ টাকা রাখা হয়েছে। এটির প্রকৃত প্রারম্ভিক মূল্য ১৬,৯৯৯ টাকা। ফিচার হিসাবে আলোচ্য মডেলে – একটি ৬.৪৩-ইঞ্চির AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৫ চিপসেট এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে।

Motorola Moto G5 : মোটোরোলা আনীত এই স্মার্টফোনের শুধুমাত্র ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে সেলে ডিসকাউন্ট সহ ১২,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া উপলব্ধ এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারলে ফোনটির দাম আরো কমে যাবে। চলতি বছরের এপ্রিল মাসে লঞ্চ হওয়া এই মডেলে – ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬-ইঞ্চি ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে৷

Samsung Galaxy F13 : স্যামসাংয়ের এফ-সিরিজ অন্তর্গত এই স্মার্টফোনকে বর্তমানে ৩৬% ডিসকাউন্ট সহ মাত্র ১৫,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে সেল শেষ হয়ে গেলে এর দাম পুনরায় বেড়ে ২৪,৯৯৯ টাকা হয়ে যাবে। উক্ত ডিভাইসটি – একটি ৬.৬-ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল এবং সংস্থার নিজস্ব এক্সিনস ৮৫০ প্রসেসর সহ এসেছে।

Vivo T1 44W : ভিভো টি১ ৪৪ওয়াট স্মার্টফোনের দাম প্রায় ১৯,৯৯০ টাকা। কিন্তু সেল চলাকালীন এটিকে ১৩,৪৯৯ টাকায় কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা। বিশেষত্বের কথা বললে, এতে একটি ৬.৪৪-ইঞ্চি ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং নামকরণ অনুসারে ৪৪ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ব্যাটারি রয়েছে।

Poco M4 Pro : পোকো এম৪ প্রো স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলকে সেলে ১৭,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। উল্লেখিত ফোনে একটি ৬.৪-ইঞ্চির AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক জি৯৬ প্রসেসর ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি শুটার এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বিদ্যমান থাকছে।

Oppo K10 5G : ওপ্পো আনীত এই ৫জি হ্যান্ডসেটের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল চলাকালীন ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে। যেখানে কিনা এর আসল দাম ২৫,৯৯৯ টাকা। অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওএস চালিত এই ডিভাইসে – একটি ৬.৫৯-ইঞ্চির ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল মুখ্য সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে।

Realme 9 4G : রিয়েলমি ৯ ৪জি স্মার্টফোনকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাট ১৪,৯৫০ টাকা ছাড়ের সাথে ২২,৯৯৯ টাকার বদলে মাত্র ১৫,৪৯৯ টাকায় কেনা যাবে। এতে – একটি ৬.৪-ইঞ্চির ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেল সেলফি শুটার এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর পাওয়া যাবে।