Redmi: একসাথে রেডমির পাঁচ স্মার্টফোনের ডিজাইন ফাঁস, নতুন বছরেই বিভিন্ন দেশে লঞ্চ
গত সেপ্টেম্বরে রেডমি চীনে 5G মডেলের সাথে Redmi Note 13 সিরিজ লঞ্চ করেছিল, যা স্ট্যান্ডার্ড Redmi Note 13 5G, Redmi Note...গত সেপ্টেম্বরে রেডমি চীনে 5G মডেলের সাথে Redmi Note 13 সিরিজ লঞ্চ করেছিল, যা স্ট্যান্ডার্ড Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G এবং Redmi Note 13 Pro+ 5G নিয়ে গঠিত। এখন শোনা যাচ্ছে, গ্লোবাল মার্কেটে শুধু 5G নয়, তার সাথে Redmi Note 13 এবং Note 13 Pro-এর 4G ভার্সনও মুক্তি পাবে। 5G ভার্সন ভারতে আগামী ৪ জানুয়ারি লঞ্চ হবে বলে কোম্পানির তরফে আগেই ঘোষণা করা হয়েছে। গ্লোবাল লঞ্চের আগে এখন পাঁচটি ফোনেরই রেন্ডার ফাঁস হয়েছে৷
টিপস্টার সুধাংশু আম্ভোরে রেডমি নোট ১৩ সিরিজের পাঁচটি ফোনের অফিসিয়াল ডিজাইন শেয়ার করেছেন। এই হ্যান্ডসেটগুলি হল - রেডমি নোট ১৩ ৫জি, রেডমি নোট ১৩ প্রো ৫জি, রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি, রেডমি নোট ১৩ ৪জি এবং রেডমি নোট ১৩ প্রো ৪জি৷ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলা 5G মডেলগুলি তার চীনা সংস্করণের মতোই হবে৷ এদিকে, গত সপ্তাহে প্রকাশিত একটি রিপোর্টের মাধ্যমে রেডমি নোট ১৩ (4G) এবং রেডমি নোট ১৩ প্রো (4G) সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে৷
জানিয়ে রাখি, রেডমি নোট ১৩ (4G)-এ ৩৩ ওয়াট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা থাকবে৷ এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট দ্বারা চালিত বলে জানা গেছে। অন্যদিকে, রেডমি নোট ১৩ প্রো (4G)-এ থাকবে মিডিয়াটেক হেলিও জি৯৯-আল্ট্রা চিপ, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এনেবল ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।
প্রসঙ্গত, চীনে লঞ্চ হওয়া Redmi Note 13 5G-তে ৩৩ ওয়াট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ডুয়েল স্পিকার রয়েছে৷ ফোনটি MediaTek Dimensity 6080 চিপসেট দ্বারা চালিত। আর, Redmi Note 13 Pro 5G-তে Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ৪ জিবি ভার্চুয়াল র্যাম ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা বিদ্যমান। উভয় ফোনেই ১২০ হার্টজ সহ ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে ইন্টিগ্রেটেড।
পরিশেষে, টপ-এন্ড Redmi Note 13 Pro+ 5G-তে ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ কার্ভড-এজ অ্যামোলেড (AMOLED) প্যানেল রয়েছে। এতে ওআইএস-সহায়ক ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১২০ ওয়াট চার্জিং চার্জিং সহ একটি ৫,০০০ ব্যাটারি, MediaTek Dimensity 7200-Ultra চিপসেট এবং আইপি৬৮ (IP68)-রেটেড চ্যাসিস বিদ্যমান।