4G ফোনের দামে 5G ফোন, Flipkart ও Amazon সেলে এই ফোনগুলি পাওয়া যাচ্ছে অনেক কম দামে
ভারতের জনপ্রিয় দুটি অনলাইন শপিং পোর্টাল Flipkart এবং Amazon উভয়ই একই দিনে অর্থাৎ ১৫ই জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে...ভারতের জনপ্রিয় দুটি অনলাইন শপিং পোর্টাল Flipkart এবং Amazon উভয়ই একই দিনে অর্থাৎ ১৫ই জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তাদের অফিসিয়াল সাইটে নতুন সেলের ঘোষণা করেছিল। আর আগামী ২০ই জানুয়ারি Flipkart Big Saving Days এবং Amazon Great Republic Day Sale একই সাথে শেষও হবে। এক্ষেত্রে, আজ থেকে শুরু করে আগামী ২দিন পর্যন্ত অর্থাৎ সেল লাইভ থাকাকালীন উক্ত দুটি ই-কমার্স সাইটই বিবিধ সেগমেন্টের একাধিক 'বেস্ট সেলিং' স্মার্টফোনকে ভারী ডিসকাউন্ট এবং আকর্ষণীয় অফারের সাথে বিক্রি করার কথা জানিয়েছে। এই তালিকায় - বাজেট-রেঞ্জের Redmi 11 Prime থেকে Pixel 6a, Nothing Phone 1, Samsung Galaxy S22, এমনকি iPhone 13 সহ আরও অনেক মডেল সামিল রয়েছে। সর্বোপরি প্রতিবেদনে উল্লিখিত এই 5G ফোনগুলির দাম শুরু হচ্ছে মাত্র ১১,৯৯৯ টাকা থেকে। ফলে আপনারা যারা নিজেদের 4G মোবাইল আপগ্রেড করে একটি নতুন 5G-এনাবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য আজ আমরা Flipkart ও Amazon সেলে লোভনীয় ডিলের সাথে কোন কোন মডেলকে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে জানাবো।
Flipkart Big Saving Days এবং Amazon Great Republic Day Sale -এ 5G স্মার্টফোনের উপর পাওয়া অফার
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডেজ সেল চলাকালীন মাত্র ১১,৯৯৯ টাকায় কেনা যাবে Samsung Galaxy M13 5G স্মার্টফোন। যারা এই একই দামে আরেকটু উন্নত ফিচার সম্পন্ন ফোন চান তারা Redmi 11 Prime কিনতে পারেন। এটিকে অ্যামাজনে ১২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। উপরন্তু, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ধার্য মূল্যের উপর আরো ১,২৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্টও পাওয়া যাবে।
অন্যদিকে, Nothing Phone (1) স্মার্টফোনকে এখন সর্বনিম্ন দামে বিক্রি করা হচ্ছে ফ্লিপকার্টে। আগ্রহী ক্রেতারা প্রিমিয়াম ফিচার সমৃদ্ধ উক্ত ফোনটিকে ৩১,০০০ টাকার পরিবর্তে মাত্র ২৭,৪৯৯ টাকায় কিনতে পারবেন। আবার, Redmi K50i হ্যান্ডসেটকে SBI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করে কিনলে ২০,৯৯৯ টাকা খরচ হবে। এছাড়া ফ্লিপকার্ট সেলে, মিড-রেঞ্জের অধীনে আসা Realme Narzo 50 Pro স্মার্টফোনকে ব্যাঙ্ক কার্ড অফার সহ ১৭,৯৯৯ টাকার বিনিময়ে কিনে নেওয়া যাবে।
ফ্লিপকার্ট ও অ্যামাজন দ্বারা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সেলে অ্যাপল-প্রেমীদের জন্য সস্তায় আইফোন কিনে নেওয়া দুর্দান্ত সুযোগ রয়েছে। iPhone 13 মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ডিসকাউন্ট সহ কেবল ৫৯,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে, গুগলের অন্যতম 'বেস্ট সেলিং' স্মার্টফোন Pixel 6a -কে কেনা যাবে ২৯,৯৯৯ টাকা খসিয়ে।
এছাড়া আপনাদের মধ্যে যারা একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে ইচ্ছুক, তাদের জন্যও একাধিক ডিল উপলব্ধ থাকছে। যেমন, Samsung Galaxy S22 -কে ডিসকাউন্টের সাথে খুবই কম দামে অর্থাৎ ৫১,৭৪০ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে যাদের চাহিদা আরো ভাল ব্যাটারি লাইফ এবং দুর্দান্ত পারফরম্যান্সের, তারা ফ্লিপকার্ট থেকে Samsung Galaxy S22+ মডেলটি কেনার কথা বিবেচনা করতে পারেন। এই স্মার্টফোনকে ৫৯,৯৯৯ টাকায় পকেটস্থ করা যাবে।