10 হাজারের কমে 108MP ক্যামেরা, 256GB স্টোরেজও, আজ এই 3 ফোনে দুর্দান্ত অফার দিচ্ছে Flipkart

মাসের প্রথমদিন থেকে শুরু হওয়া 'Flipkart Big Bachat Days' সেল আজ 7 তারিখ শেষ হচ্ছে। ফলত, এবার প্ল্যাটফর্মটিতে...
Anwesha Nandi 7 April 2024 3:43 PM IST

মাসের প্রথমদিন থেকে শুরু হওয়া 'Flipkart Big Bachat Days' সেল আজ 7 তারিখ শেষ হচ্ছে। ফলত, এবার প্ল্যাটফর্মটিতে জিনিসপত্রের দামে পরিবর্তন দেখা যাবে। সেক্ষেত্রে আপনি যদি এতদিন এই সেলের অফার-ডিসকাউন্ট কাজে না লাগিয়ে থাকেন, এদিকে আপনার সস্তায় একটি ভালো ফোন কেনার প্রয়োজন হয়, তাহলে হাতে থাকা দিনের বাকি সময়টুকু ঝটপট কাজে লাগিয়ে ফেলুন। আসলে সেল শেষের মুখেও Flipkart, তার কাস্টমারদের 10,000 টাকার কমে ভালো ক্যামেরা, বিশাল ব্যাটারি-স্টোরেজওয়ালা হ্যান্ডসেট কেনার সুযোগ দিচ্ছে। বিশ্বাস না হলে Big Bachat Days-এ উপলব্ধ তিনটি সেরা অফার এখানে দেখে নিন এবং পছন্দমতো ফোন অর্ডার করুন।

Flipkart Sale-এ আজও পাবেন এই সেরা অফারগুলি

১. Infinix Hot 40i: 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ বিশিষ্ট এই ফোনটি এখন ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে 9,299 টাকায় পাওয়া যাবে। এদিকে পেমেন্টের জন্য নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে মিলবে 5% ক্যাশব্যাক থেকে 1,000 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট কাজে লাগানোর সুবিধা। এর সাথে 8,700 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের বিকল্পও বর্তমান।

এতে 6.6 ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে, ইউনিসক টি606 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি, 50 মেগাপিক্সেল এআই (AI) রিয়ার ক্যামেরা সেটআপ এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

২. Realme C53: এই ফোনের 6 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 9,499 টাকা। এটি আজ সেলে কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে 5% ক্যাশব্যাক পাবেন, সাথে থাকবে 7,500 টাকার এক্সচেঞ্জ অফারও।

এতে 6.74 ইঞ্চি এইচডি ডিসপ্লে, অক্টা-কোর ইউনিসক টি612 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 108 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে।

৩. Motorola G32: বর্তমানে ফ্লিপকার্টে এর 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 9,999 টাকায় মিলবে। অতিরিক্ত অফার বলতে, এক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে 5% ক্যাশব্যাক এবং 8,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা কাজে লাগানো যাবে।

এই ফোনটিতে আছে 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.5 ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সিস্টেম।

Show Full Article
Next Story