ওয়াও অফার! সস্তা হল iPhone 15 থেকে iPhone 13, সেল 7 জুলাই পর্যন্ত

আপনি যদি আইফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আর দেরি করবেন না। ফ্লিপকার্টে চলমান বিগ বাচাত ডেজ সেলে আপনি আইফোন ১৪, আইফোন...
ANKITA 3 July 2024 1:00 PM IST

আপনি যদি আইফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আর দেরি করবেন না। ফ্লিপকার্টে চলমান বিগ বাচাত ডেজ সেলে আপনি আইফোন ১৪, আইফোন ১৫ এবং আইফোন ১৩ কিছুটা কম দামে কিনতে পারেন। ৭ জুলাই পর্যন্ত চলা এই সেলে আইফোনের উপর থাকছে ব্যাঙ্ক ডিসকাউন্টের পাশাপাশি ক্যাশব্যাক অফারও। আবার ইএমআই দিয়েও আইফোন মডেলগুলি কেনা যাবে। সাথে এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে।

আইফোন ১৩

ফোনটির ১২৮ জিবি মিডনাইট কালার ভ্যারিয়েন্ট সেলে পাওয়া যাচ্ছে ৫১,৯৯৯ টাকায়। আবার ফ্লিপকার্ট ইউপিআই ব্যবহার করে আইফোন ১৩ কিনলে ৭৫০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক মিলবে। ফোনটির ইএমআই শুরু হচ্ছে ১৮২৯ টাকা থেকে। এক্সচেঞ্জ অফারে আইফোন ১৩ সর্বোচ্চ ৪১ হাজার টাকা ছাড়ে কেনা যেতে পারে। ফিচারের কথা বললে, এই আইফোনে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে উপস্থিত। এটি এ১৫ বায়োনিক চিপসেটে কাজ করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ১২-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১২-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

আইফোন ১৪

১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসা আইফোন ১৪ এর নীল রঙের ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্ট বিগ বাচাত ডেজ সেলে ৫৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার ফোন কেনার সময় এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ফোনটির ইএমআই শুরু হচ্ছে ২০৭৫ টাকা থেকে। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা ৫% ক্যাশব্যাক পাবেন। ফিচারের কথা বললে ফোনটিতে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে উপস্থিত। ফোনের পিছনে ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ফোনটি এ১৫ বায়োনিক চিপসেটে চলে।

আইফোন ১৫

আইফোন ১৫ এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি সেলে ৬৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার ইউপিআই লেনদেনে ১ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও কোম্পানি এই সেলে ব্যাঙ্ক অফারের সাথে অতিরিক্ত ১ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে। আপনি আইফোন ১৫ এর এই ভ্যারিয়েন্টটি ২৩৫৬ টাকা প্রতিমাসে দিয়ে কিনতে পারেন। ফটোগ্রাফির জন্য এই ফোনে পাবেন ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা। পারফরম্যান্সের জন্য এই ফোনে এ১৬ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে।

Show Full Article
Next Story