আজই রাতে সেল শেষ, সনি ক্যামেরা ও মিলিটারি গ্রেড সুরক্ষিত Motorola ফোনের সাথে 4000 টাকা ডিসকাউন্ট

মোটোরোলা এজ 50 নিও লঞ্চ হয়েছে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। Motorola Edge 50 Neo ফোনের দাম রাখা হয়েছে 23,999 টাকা। কিন্তু এই মুহূর্তে ফ্লিপকার্ট সেলে ফোনটি 2000 টাকা কমে তালিকাভুক্ত আছে।

Julai Mondal 5 Dec 2024 11:46 PM IST

আজই শেষ হবে ফ্লিপকার্ট বিগ বাঁচাত ডেজ সেল। এই সেলে একাধিক ফোন অনেক কম দামে কেনা যাবে। তবে আমরা এই প্রতিবেদনে Motorola Edge 50 Neo স্মার্টফোনের সাথে পাওয়া অফারের সম্পর্কে বলবো। সেলে ডিভাইসটি বর্তমানে 4000 টাকা ব্যাঙ্ক অফারে কেনা যাবে। এটি মোটোরোলার প্রথম ফোন যার সাথে 5 বছরের ওএস আপডেট পাওয়া যাবে। আর Edge 50 Neo মিলিটারি-গ্রেড MIL-STD-810H সার্টিফিকেশন সহ আসে। ফলে এটি যথেষ্ট মজবুত।

Motorola Edge 50 Neo স্মার্টফোন ডিসকাউন্ট অফারে কিনুন

মোটোরোলা এজ 50 নিও মাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে: 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের দাম রাখা হয়েছে 23,999 টাকা। কিন্তু এই মুহূর্তে ফ্লিপকার্ট সেলে ফোনটি 2000 টাকা কমে তালিকাভুক্ত আছে। এর পাশাপাশি, আপনি ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে এটি আরও সস্তায় কিনতে পারেন।

ব্যাঙ্ক অফার পেতে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা আইডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। এর পাশাপাশি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলেও ডিসকাউন্ট মিলবে। ফোনটি চারটি শেডে উপস্থিত - নটিক্যাল ব্লু, ল্যাট, গ্রিসাইল এবং পইনসিয়ানা।

Motorola Edge 50 Neo এর ফিচার

মোটোরোলা এজ 50 নিও ডিভাইসে আছে 120Hz রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস 3 প্রোটেকশন সহ 6.4-ইঞ্চি পোলেড এলটিপিও ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট ব্যবহার করা হয়েছে। ক্যামেরার কথা বললে, হ্যান্ডসেটে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ 50MP সনি LYTIA 700C প্রাইমারি ক্যামেরা, 13MP আল্ট্রা-ওয়াইড / ম্যাক্রো ক্যামেরা এবং 10x অপটিক্যাল জুম সহ 3MP টেলিফটো লেন্স রয়েছে। সেলফির জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

নতুন এই Motorola ফোনে 68W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ 4,310mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এর সাথে ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে। এটি মোটোরোলার প্রথম ফোন যেখানে পাঁচ বছর ধরে ওএস আপডেট পাওয়া যাবে। আর জল এবং ধুলো প্রতিরোধী IP68 রেটিং এতে উপস্থিত। ফোনটি MIL-STD 810H সার্টিফায়েড। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ডলবি অ্যাটমস সহ ডুয়েল স্পিকার, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Show Full Article
Next Story