ব্যাপক ছাড়ে মিলছে লেটেস্ট Redmi Note 13 Pro+ ফোন, ঝকঝকে ছবি তোলা যাবে, চার্জ হবে নিমেষেই!
আগের মাসে ভারতের বাজারে Redmi Note 13 সিরিজ লঞ্চ করে বেশ চমক সৃষ্টি করেছে Xiaomi। এই ফোনগুলিতে আকর্ষণীয় ডিজাইনের...আগের মাসে ভারতের বাজারে Redmi Note 13 সিরিজ লঞ্চ করে বেশ চমক সৃষ্টি করেছে Xiaomi। এই ফোনগুলিতে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি একাধিক আধুনিক ফিচার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি এই নতুন স্মার্টফোন সিরিজের কোনো একটি ফোন কিনতে আগ্রহী হন বা আপনার যদি মোবাইল ফটোগ্রাফির শখ থাকে, তাহলে Flipkart-এর একটি দারুণ অফার রয়েছে যেন আপনারই জন্য! আসলে আজ Flipkart Big Bachat Days সেলের শেষ দিনে 200MP ক্যামেরাযুক্ত Redmi Note 13 Pro+ স্মার্টফোনটি এর দামের থেকে অনেকটা ছাড়ে সাথে উপলব্ধ হয়েছে। এতে আপনি ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার এবং দুর্দান্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন। আবার ক্যামেরা ছাড়াও এই Redmi ফোনে মিলবে চোখের পলকে চার্জের প্রযুক্তি অথচ বড় ব্যাটারি, উন্নত মানের ডিসপ্লে ইত্যাদি ফিচার। আসুন, এখন দেখে নিই Redmi Note 13 Pro+ স্মার্টফোনে Flipkart ঠিক কী অফার দিচ্ছে এবং এতে কেমন কী ফিচার আছে…
মাস ঘুরতেই সস্তা Redmi Note 13 Pro+, দেখুন দাম
শাওমি রেডমি নোট ১৩ প্রো+ ফোনের ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৩৩,৯৯৯ টাকা, তবে এখন ফ্লিপকার্ট বিগ বাচত্ ডেজ় সেলে এটি ৩১,৯৯৯ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে আপনি পেমেন্টের জন্য নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড় পাবেন, যেখানে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ডে থাকবে ৫% ক্যাশব্যাকের সুবিধা।
এখানেই শেষ নয়, কোম্পানি এই ফোনে ১৯,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দিচ্ছে – অর্থাৎ আপনি নিজের পুরোনো কোনো ফোন এই রেডমি মডেলের সাথে বদলে নিলেও মোটা টাকা সাশ্রয় করতে পারবেন। এমনকি কিছু নির্বাচিত মডেলের বিনিময়ে ২,০০০ টাকার অতিরিক্ত ছাড়ও পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে, এক্সচেঞ্জ অফারে যে ছাড় পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরোনো ফোনের অবস্থা, ব্র্যান্ড/মডেল, এরিয়া পিনকোড এবং কোম্পানির অন্যান্য এক্সচেঞ্জ পলিসির উপর।
Redmi Note 13 Pro+ ফোনের স্পেসিফিকেশন
রেডমি নোট ১৩ প্রো+ ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশনযুক্ত ৬.৬৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস ১,৮০০ নিটস এবং রেজোলিউশন ২,৭১২×১২২০ পিক্সেল। এই ডিসপ্লে ডলবি ভিশন প্রযুক্তিও সাপোর্ট করে। এদিকে পারফরম্যান্সের জন্য ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা প্রসেসর দেওয়া হয়েছে, যার সাথে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ (LPDDR5) র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ মিলবে – এক্ষেত্রে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যামের সুবিধাও থাকবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাবেন ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি, কোম্পানির মতে ফোনটি মাত্র ১৯ মিনিটে ০ থেকে ১০০% চার্জ হয়ে যাবে। এছাড়াও ফটোগ্রাফির জন্য এটিতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ওআইএস (OIS, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন) ফ্রন্ট ক্যামেরা রয়েছে।