১৫ হাজার টাকার কমে Samsung সহ বিভিন্ন ব্যান্ডের 5G ফোন, নতুন সেল নিয়ে হাজির ফ্লিপকার্ট

ফ্লিপকার্ট বিগ বাচাত ডেজ সেল : আপনারা যদি সাশ্রয়ী মূল্যে একটি ৫জি স্মার্টফোন কিনতে চান, তবে এটাই উত্তম সময়! কেননা...
SUPARNA 1 July 2024 2:17 PM IST

ফ্লিপকার্ট বিগ বাচাত ডেজ সেল : আপনারা যদি সাশ্রয়ী মূল্যে একটি ৫জি স্মার্টফোন কিনতে চান, তবে এটাই উত্তম সময়! কেননা ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট নিয়ে এসেছে বিগ বাচাত ডেজ সেল, যা চলবে আগামী ৭ই জুলাই পর্যন্ত। এই সেলে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের সাথে দুর্দান্ত ডিল অফার করা হচ্ছে। কিন্তু স্যামসাং এবং মোটোরোলা সংস্থার দুটি ৫জি স্মার্টফোন বর্তমানে বাম্পার অফারের সাথে তালিকাভুক্ত রয়েছে। সর্বোপরি ডিসকাউন্টের পাশাপাশি ক্যাশব্যাক, এক্সচেঞ্জ বোনাস এবং ইএমআই বিকল্পের সুবিধাও মিলবে। নীচে মডেলগুলির নাম সহ উপলব্ধ অফারের বিষয়ে বিস্তারে আলোচনা করা হল।

ফ্লিপকার্ট বিগ বাচাত ডেজ সেলে স্যামসাং এবং মোটোরোলা স্মার্টফোনের সাথে উপলব্ধ অফার

মোটোরোলা জি৬৪ ৫জি :

মোটোরোলা জি৬৪ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এর সাথে সেলে ফ্লাট ১,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে এই ছাড় পেতে হলে ক্রেতাদের এক্সিক্স, কোটাক, এইচডিএফসি অথবা এসবিআই ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডহোল্ডাররা পেয়ে যাবেন ৫% ক্যাশব্যাক। হ্যান্ডসেটটির সাথে ইএমআই বিকল্পের সুবিধাও উপলব্ধ।

ফিচার : মোটোরোলার এই ফোনে ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসরের সাথে এসেছে। ছবি তোলার জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। এই ক্যামেরাগুলি হল - অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা ম্যাক্রো শুটার হিসেবেও কাজ করে। আবার ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। এছাড়া পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি :

৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ আসা স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের দাম ১৪,৪৯৯ টাকা। এটিও ফ্লাট ১,০০০ টাকার ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্টের সাথে কেনা যাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাক মিলবে। আবার কিস্তিতে টাকা শোধ করতে হলে ইএমআই বিকল্পের অধীনে এই ফোন কিনতে পারবেন আপনারা।

প্রসঙ্গত, স্যামসাং ব্র্যান্ডের এই হ্যান্ডসেট ১১,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সাথে বিক্রি হচ্ছে। এর লাভ ওঠাতে পারলে আপনারা কয়েক হাজার টাকা সাশ্রয় করে ফোনটি কিনতে পারবেন। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ আপনাদের পুরানো মোবাইলের বাহ্যিক / অভ্যন্তরীণ অবস্থা, ব্র্যান্ড এবং সংস্থার এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।

ফিচার : স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে ৬,৫-ইঞ্চির এস-অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করে। এতে মিডিয়াটেক হেলিও ৬১০০+ প্রসেসর আছে। হ্যান্ডসেটটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স + মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এই মোবাইল ফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story