Flipkart Big Billion Days: ২০,০০০ টাকার কমে কেনা যাবে Xiaomi, Oppo-র কিছু সেরা ফোন

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ অর্থাৎ ২২শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে Flipkart (ফ্লিপকার্ট)-এর পুজো সেল 'Big Billion Days'...
Anwesha Nandi 22 Sept 2022 5:51 PM IST

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ অর্থাৎ ২২শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে Flipkart (ফ্লিপকার্ট)-এর পুজো সেল 'Big Billion Days' (বিগ বিলিয়ন ডেজ)। তবে আজ কেবল প্ল্যাটফর্মের Plus (প্লাস) মেম্বাররাই এই সেলে কেনাকাটা করতে পারবেন, মধ্যরাত মানে ঘড়ির কাঁটায় ২৩ তারিখ হলেই সমস্ত ইউজাররা পাবেন সস্তা অফারসমূহের অ্যাক্সেস। এই সেলে বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম, অ্যাক্সেসরিজ, জামাকাপড়, বিউটি প্রোডাক্ট থেকে শুরু করে গ্রোসারি প্রোডাক্ট ইত্যাদি অত্যন্ত কম দামে পাওয়া যাবে। বিশেষত স্মার্টফোন ক্রেতারা Big Billion Days চলাকালীন অনেকটাই টাকা বাঁচাতে পারবেন, কারণ এই মুহূর্তে বিভিন্ন ব্র্যান্ডেড স্মার্টফোনের দামের ওপর বাম্পার ডিসকাউন্ট মিলবে। আবার যদি কেউ ICICI (আইসিআইসিআই) বা Axis (অ্যাক্সিস) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কেনেন, তাহলে তারা অতিরিক্ত ১০% তাৎক্ষণিক ছাড় পাবেন। আসুন, এখন Flipkart Big Billion Days Sale-এ সস্তায় উপলব্ধ চার-চারটি সেরা স্মার্টফোন সম্পর্কে জেনে নিই…

Big Billion Days Sale-এ ফিচারে ঠাসা এই ফোনগুলি পাবেন কম দামে

১. Realme 9 Pro 5G: রিয়েলমির এই স্মার্টফোনটির আসল দাম ২১,৯৯৯ টাকা, তবে এটি ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ফিচার বলতে এই ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ এবং একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

২. Oppo F19 Pro+ 5G: ওপ্পো এফ১৯ প্রো+ ৫জি মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০উ (800U) প্রসেসরের সাথে ৪,৩১০ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। ফ্লিপকার্ট থেকে ফোনটি কিনলে এখন ১৫,৯৯০ টাকা দাম পড়বে, এমনিতে এর মূল্য ১৭,৯৯০ টাকা।

৩. Moto G82 5G: এই ফোনটি বিগ বিলিয়ন ডেজে ১৮,৪৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে কেনা যাবে। বদলে পাবেন ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর।

৪. Xiaomi 11i HyperCharge 5G: শাওমির এই ফোনটির বিশেষত্ব হল যে, এটি মাত্র ১৫ মিনিটের মধ্যে ০ থেকে ১০০ শতাংশ চার্জ হয়ে যায়। এছাড়াও এতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ অক্টা-কোর প্রসেসর এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে। সেলে এটি ১৯,৯৯৯ টাকার প্রারম্ভিক দামে পাওয়া যাবে।

Show Full Article
Next Story