সস্তায় iPhone কেনার চরম সুযোগ, কোন মডেল কত দামে বিক্রি করবে Flipkart, অফার দেখে নিন

আগামী সপ্তাহ থেকে পুজোর কেনাকাটার মজা দ্বিগুণ হতে চলেছে – কারণ ৮ই অক্টোবর থেকে শুরু হবে Flipkart Big Billion Days সেল,...
Anwesha Nandi 2 Oct 2023 3:18 PM IST

আগামী সপ্তাহ থেকে পুজোর কেনাকাটার মজা দ্বিগুণ হতে চলেছে – কারণ ৮ই অক্টোবর থেকে শুরু হবে Flipkart Big Billion Days সেল, যেখানে বিভিন্ন প্রোডাক্টের ওপর বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে প্রতিবছরের মতোই এবারের ফেস্টিভ সেলের ক্ষেত্রেও অনেকেরই চোখ রয়েছে স্মার্টফোনের অফারের দিকে। আর এইসব কাস্টমারদের জন্য Flipkart কোম্পানিও প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিভিন্ন ব্র্যান্ডের ফোনের ওপর কী অফার থাকবে, সেই রহস্যের ওপর থেকে পর্দা সরাচ্ছে। যেমন, গতকাল মানে রবিবার সন্ধ্যায় ই-কমার্স প্ল্যাটফর্মটি তরফ থেকে Apple iPhone 12 এবং iPhone 14 মডেলের দাম প্রকাশ করা হয়েছে। আর সামনে আসা তথ্য দেখে মনে হচ্ছে, আবারও গ্রাহকরা প্রত্যাশার চেয়েও কম দামে আইফোন কেনার সুযোগ পাবেন। আসলে iPhone 15 সিরিজ লঞ্চের পর, এর পূর্বসূরী মডেলগুলি উৎসবের মরসুমে ব্যাপক সস্তায় পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছিল। সেক্ষেত্রে Flipkart Big Billion Days সেল সেই আশাই সত্যি করে তুলতে চলেছে। আসুন তবে, এখন দেখে নিই Flipkart আগামীদিনগুলিতে কোন আইফোনে কত ছাড় দিতে চলেছে।

সামনেই Sale, iPhone-এ এইসব অফার দেবে Flipkart

১. iPhone 12: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল চলাকালীন আপনারা মাত্র ৩২,৯৯৯ টাকা খরচে এই আইফোনটি কিনতে সক্ষম হবেন, ভারতীয় বাজারে যার এমআরপি (MRP) ৪৯,৯৯৯ টাকা।

২. iPhone 13: এই মুহূর্তে ফ্লিপকার্ট এই বেস্ট সেলিং আইফোনটির বিক্রয় মূল্য বা অফার প্রকাশ করেনি। তবে রিপোর্ট বলছে, এই মডেলটিতে ৩০ হাজার টাকার বেশি ছাড় মিলবে।

৩. iPhone 14: এই আইফোনটির দামও এখনও সামনে আনেনি ফ্লিপকার্ট। প্ল্যাটফর্মটির অফার পেজে এটির দামের জায়গায় 4x,xxx টাকা লেখা আছে। সেক্ষেত্রে আশা করা যায় এর দাম ৫০,০০০ টাকার কম থাকবে।

৪. iPhone 14 Plus: এর দাম এমনিতে ৭৯,৯৯৯ টাকা কিন্তু আসন্ন সেলে এটি 5x,xxx টাকায় বিক্রি করবে ফ্লিপকার্ট। অর্থাৎ এর প্রারম্ভিক মূল্য ৬০ হাজার টাকার কম হতে চলেছে।

প্রসঙ্গত, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ বোনাসসহ উল্লিখিত দামে আইফোনগুলি বিক্রি করবে ফ্লিপকার্ট। প্লাস মেম্বাররা একদিন আগে মানে ৭ই অক্টোবর থেকে সেলের অ্যাক্সেস পাবেন।

Show Full Article
Next Story