অর্ধেক দামে Samsung ফোন, অবিশ্বাস্য অফার নিয়ে হাজির হচ্ছে Flipkart Big Billion Days Sale
উৎসবের মরশুমে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) আবারও ভারতীয় ক্রেতাদের জন্য নিয়ে আসতে চলেছে...উৎসবের মরশুমে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) আবারও ভারতীয় ক্রেতাদের জন্য নিয়ে আসতে চলেছে দুর্দান্ত সব অফারে ঠাসা বিগ বিলিয়ন ডেজ সেল ২০২২ (Flipkart Big Billion Days Sale 2022)। সেলটি আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ই-কমার্স সাইটে এই সেল চলাকালীন বহু ব্র্যান্ডের পণ্যের ওপর মিলবে আকর্ষণীয় ছাড় ও অফার। তার মধ্যে একটি উল্লেখযোগ্য ব্র্যান্ড হল স্যামসাং (Samsung)। বিগ বিলিয়ন ডেজ সেল চলাকালীন এই বিখ্যাত ইলেকট্রনিক্স সংস্থার প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে ৫৭% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই ডিসকাউন্টের আওতায় রয়েছে Samsung Galaxy S21 FE 5G, Galaxy S22+, Galaxy F13 এবং Galaxy F23 5G-এর মতো হ্যান্ডসেটগুলি৷ চলুন এই ছাড় ও অফারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Flipkart Big Billion Days Sale 2022: Samsung স্মার্টফোনগুলির ওপর মিলবে বিপুল ছাড়
আগামী ২৩ শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবছরের ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল। এই অনলাইন সেলে স্যামসাংয়ের কিছু ফ্ল্যাগশিপ রেঞ্জের ফোনে মিলবে ৫৭% পর্যন্ত ছাড়। দক্ষিণ কোরিয়ার সংস্থাটির তরফে ঘোষণা করা হয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি, গ্যালাক্সি এস২২প্লাস, গ্যালাক্সি এফ১৩ এবং গ্যালাক্সি এফ২৩ ৫জি- এই চারটি হ্যান্ডসেটে মিলবে বিশেষ ছাড়। তবে, স্যামসাং স্পষ্টভাবে উল্লেখ করেনি কোন স্টোরেজ ভ্যারিয়েন্টে ডিসকাউন্টটি পাওয়া যাবে। কোম্পানি শুধু জানিয়েছে যে, অফারগুলি ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলের সময় পাওয়া যাবে। এর মধ্যে গ্যালাক্সি এস২২প্লাস এবং গ্যালাক্সি এফ২৩ ৫জি-এর অফারগুলি বিক্রির আগেই লাইভ হয়েছে। তবে গ্যালাক্সি এস২১ এফই ৫জি-এর অফারগুলি আগামী ১৯ সেপ্টেম্বর লাইভ হবে এবং গ্যালাক্সি এফ১৩-এর অফারগুলি আগামী ২২ সেপ্টেম্বর ফ্লিপকার্ট প্লাস (Flipkart Plus) গ্রাহকদের জন্য উপলব্ধ হবে৷
প্রসঙ্গত স্যামসাং ঘোষণা করেছে যে, আগ্রহী গ্রাহকরা গত জানুয়ারিতে লঞ্চ হওয়া Galaxy S21 FE 5G ফোনটি ৫৭ শতাংশ ছাড়ের সাথে ৩১,৯৯৯ টাকা (ব্যাঙ্ক অফার সহ) মূল্যে পেতে পারেন। এছাড়াও রয়েছে ২৪,০০০ টাকা পর্যন্ত সামগ্রিক এক্সচেঞ্জ অফার এবং নির্বাচিত মডেলগুলিতে অতিরিক্ত ৫,০০০ টাকা। বর্তমানে, ভারতে Galaxy S21 FE 5G-এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটিকে ৪৯,৯৯৯ টাকা (সর্বোচ্চ খুচরো মূল্য: ৭৪,৯৯৯ টাকা) মূল্যে তালিকাভুক্ত করা হয়েছে।
আবার, Flipkart Big Billion Days Sale চলাকালীন ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া Samsung Galaxy S22+ মডেলটি ক্রমবর্ধমান ছাড়ের পরে ৫৯,৯৯৯ টাকায় কেনা যাবে। ফ্লিপকার্ট-এ এই স্যামসাং ফোনটির ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ৬৯,৯৯৯ টাকা মূল্যে এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটি ৮৮,৯৯৯ টাকা মূল্যে পাওয়া যায়। তবে, এই মডেলগুলির সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপি (MRP) যথাক্রমে, ১,০১,৯৯৯ টাকা এবং ১,০৫,৯৯৯ টাকা৷
এছাড়া, বর্তমানে Samsung Galaxy F23 5G ফোনটি ই-কমার্স প্ল্যাটফর্মে ১৩,৪৯৯ টাকা (সর্বোচ্চ খুচরো মূল্য: ২৩,৯৯৯ টাকা) মূল্যে তালিকাভুক্ত রয়েছে। তবে এটি ফ্লিপকার্টের সেলে ১০,৯৯৯ টাকায় কেনা যাবে। একইভাবে, Galaxy F13 ৮,৪৯৯ টাকা দামে পাওয়া যাবে। বর্তমানে এই হ্যান্ডসেটটির ৬৪ জিবি স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট-এ ১১,৯৯৯ টাকা মূল্যে তালিকাভুক্ত রয়েছে।