Flipkart Big Billion Days: এই তারিখ থেকে শুরু হচ্ছে সেল, জলের দরে কেনা যাবে iPhone

অতিসম্প্রতি ‘Flipkart Big Billion Days Sale’ (ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল)-এর সুনিশ্চিত দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এসেছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, আসন্ন ফেস্টিভ সেলটি আগামী…

অতিসম্প্রতি ‘Flipkart Big Billion Days Sale’ (ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল)-এর সুনিশ্চিত দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এসেছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, আসন্ন ফেস্টিভ সেলটি আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যদিও প্রতিবারের মতই Plus (প্লাস) মেম্বাররা একদিন আগে, অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকেই এই সেলের অ্যাক্সেস পেয়ে যাবেন। এক্ষেত্রে এমনিতে এই সেলে প্রচুর ধামাকা অফার তো থাকবেই, তবে আসন্ন এই সেলটির জন্য ই-কমার্স জায়ান্ট Flipkart, ICICI (আইসিআইসিআই) এবং Axix (অ্যাক্সিস) ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে যার ফলে বিভিন্ন প্রোডাক্টে উপলব্ধ ফ্ল্যাট ডিসকাউন্টের উপরে গ্রাহকরা আরও ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে সক্ষম হবেন। আর, যারা আইফোন (iPhone) কিনতে চান তারা সেল চলাকালীন এই প্রিমিয়াম হ্যান্ডসেটগুলি অত্যন্ত সস্তায় পেয়ে যাবেন।

Flipkart Big Billion Days Sale-এ এইসব iPhone-এ মিলবে দুর্দান্ত ছাড়

বরাবরের মতোই এ বছরও ফ্লিপকার্টের এই সেলে বিভিন্ন প্রোডাক্টে বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে কোন প্রোডাক্টে কী পরিমাণ ছাড় মিলবে, সে সম্পর্কে এখনও সংস্থার তরফে নিশ্চিতভাবে কোনো তথ্য না পাওয়া গেলেও একথা জানা গিয়েছে যে, আসন্ন সেলে আগ্রহীরা আইফোন অত্যন্ত কম দামে কিনতে সক্ষম হবেন। এর মধ্যে iPhone 12 (আইফোন ১২), iPhone 11 (আইফোন ১১) ও iPhone 13 (আইফোন ১৩) সিরিজের মডেলগুলি খুবই সস্তায় গ্রাহকরা পকেটস্থ করতে পারবেন। যদিও ফ্লিপকার্ট এখনও ফোনগুলির দাম সম্পর্কে বিশেষ কিছু জানায়নি, তবে এ বিষয়টি নিশ্চিত করেছে যে, আসন্ন সেলে আইফোনের এই মডেলগুলি সর্বকালের সর্বনিম্ন দামে পাওয়া যাবে। ফলে যারা খুব সস্তায় অ্যাপল (Apple)-এর একটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোনকে পকেটস্থ করার প্ল্যান করছেন, তাদের জন্য আসন্ন বিগ বিলিয়ন ডেজ সেল যে এক দারুণ সুখবর নিয়ে হাজির হতে চলেছে, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

সেলে সস্তায় মিলবে এই স্মার্টফোনগুলিও

তবে শুধু আইফোন নয়, ফ্লিপকার্টের আসন্ন সেলে আইফোনের পাশাপাশি Motorola (মোটোরোলা), Samsung (স্যামসাং), Realme (রিয়েলমি), Poco (পোকো) সহ বিভিন্ন নামজাদা ব্র্যান্ডের বেশ কয়েকটি স্মার্টফোনেও দুর্দান্ত ছাড় পাওয়া যাবে। এই তালিকায় অন্তর্ভুক্ত কয়েকটি হ্যান্ডসেট হল Poco F4 5G (পোকো এফ৪ ৫জি), Poco X4 5G (পোকো এক্স৪ ৫জি), Poco M4 Pro 5G (পোকো এম৪ প্রো ৫জি), Oppo Reno 8 5G (ওপ্পো রেনো ৮ ৫জি), Motorola Edge 30 (মোটোরোলা এজ ৩০), Moto G62 (মোটো জি৬২), Moto G32 (মোটো জি৩২), Realme 9i 5G (রিয়েলমি ৯আই ৫জি) এবং Realme 9 5G special edition (রিয়েলমি ৯ ৫জি স্পেশাল এডিশন)। তবে এছাড়াও আরও অনেক মডেলেই বিশাল ছাড়ের সুবিধা উপলব্ধ থাকবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

ওই একই দিনে আরও একটি ধামাকাদার সেল নিয়ে হাজির হচ্ছে Amazon

এই প্রসঙ্গে বলে রাখি, ফ্লিপকার্টের অন্যতম প্রতিদ্বন্দ্বী অ্যামাজন (Amazon)-এর ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল’ (Great Indian Festival Sale)-ও শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর। আর, বরাবরের মতোই এবারেও সংস্থার প্রাইম (Prime) মেম্বাররা একদিন আগেই এই সেলের আর্লি অ্যাক্সেস পেয়ে যাবেন। আবার সেল চলাকালীন অ্যামাজন আইফোনের কিছু মডেলের পাশাপাশি Samsung (স্যামসাং), Xiaomi (শাওমি), Redmi (রেডমি), iQOO (আইকো), Vivo (ভিভো) সহ অন্যান্য বেশ কয়েকটি প্রখ্যাত ব্র্যান্ডের একাধিক হ্যান্ডসেটে আকর্ষণীয় ছাড় দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে।

Amazon নাকি Flipkart, কোথা থেকে সবচেয়ে সস্তায় কেনা যাবে iPhone?

সবকিছুর মধ্যে iPhone-এ উপলব্ধ ছাড়ই Amazon এবং Flipkart-এর আসন্ন সেলের অন্যতম মূল আকর্ষণ হতে চলেছে বলে ধরে নেওয়া যেতে পারে। বিশেষত অনুমান করা হচ্ছে যে, iPhone 13 মডেলে উপলব্ধ ডিসকাউন্ট নিয়ে উভয় প্ল্যাটফর্মের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে যে, উৎসবের মরশুমে সেল চলাকালীন iPhone 13-এর দাম প্রায় ৪৫,০০০ টাকায় নেমে আসতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে Amazon এবং Flipkart-এ iPhone 13-এর দাম যথাক্রমে ৬৫,৯০০ টাকা এবং ৬৯,৯০০ টাকা। এমত পরিস্থিতিতে আসন্ন সেলে এই ডিভাইসটির দাম বাস্তবিকভাবে কত টাকা পর্যন্ত কমবে, তা জানার জন্য আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে। সেক্ষেত্রে, এই জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম দুটি কর্তৃক আয়োজিত বিক্রয়কার্য সম্পর্কে যাবতীয় খবরাখবর জানতে চোখ রাখুন টেকগাপে!