Flipkart সেলে এই ফোনে পাওয়া যাচ্ছে 24 হাজার টাকার বেশি ছাড়, আছে 108MP ক্যামেরা সেটআপ

আজ ৮ই অক্টোবর মধ্যরাত থেকে ভারতের দুটি বড় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon ও Flipkart-এ ফেস্টিভ সেল শুরু হয়েছে। দুটি...
Anwesha Nandi 8 Oct 2023 6:33 PM IST

আজ ৮ই অক্টোবর মধ্যরাত থেকে ভারতের দুটি বড় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon ও Flipkart-এ ফেস্টিভ সেল শুরু হয়েছে। দুটি জায়গাতেই বিভিন্ন প্রোডাক্টের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এমতাবস্থায় আপনি যদি পুজোর মুখে ২০ হাজার টাকা বাজেটে একটি ভালো ফোন কিনতে চান, তাহলে Flipkart Big Billion Days সেলে Realme 10 Pro+ 5G ফোনটি কেনা আপনার জন্য সেরা সিদ্ধান্ত হবে। আসলে উন্নত মানের ক্যামেরা, বিশাল ব্যাটারি ও শক্তিশালী প্রসেসরযুক্ত এই হ্যান্ডসেটটি এই মুহূর্তে বিশাল ডিসকাউন্টে কেনা যাবে – এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ স্কিম ইত্যাদি সুবিধা কাজে লাগানো যাবে। ঠিক কত খরচ হবে Realme 10 Pro+ 5G কিনতে? আসুন এক নজরে Flipkart Big Billion Days সেলের অফার দেখে নিই।

Flipkart-এ চলছে সেল, Realme 10 Pro+ 5G কিনুন জলের দরে

রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি স্মার্টফোনের ৬ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ২৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, তবে এখন ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ফোনটিতে ৪,০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ এখন এটি ২০,৯৯৯ টাকায় কিনতে পারবেন। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) ব্যবহার করে হ্যান্ডসেটটি কিনলে অতিরিক্ত ৫% ক্যাশব্যাকও পাবেন।

আবার আপনি যদি পুরোনো ফোন এক্সচেঞ্জ করে রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি কেনার চেষ্টা করেন, তাহলে আরও ২০,৩০০ টাকা পর্যন্ত সাশ্রয় সম্ভব হবে (শর্তাবলী প্রযোজ্য)। তাই উৎসবের মরসুমে এটি কিনে টাকা বাঁচাতেই পারেন।

Realme 10 Pro+ 5G-এর স্পেসিফিকেশন

রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৯৩.৬৫% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটযুক্ত ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+(রেজোলিউশন ১০৮০×২৪১২ পিক্সেল) ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর, যার সাথে ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স (LPDDR4x) র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ (UFS 2.2) স্টোরেজের অপশন থাকবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও অফার করবে।

Show Full Article
Next Story