Flipkart দিওয়ালি সেলের আজ শেষ দিন, অনেক কমে iPhone 13 নিজের করুন
রাত পেরোলেই আলোর উৎসব দীপাবলি। এদিকে, আজ ২৩শে অক্টোবর মধ্যরাতেই শেষ হচ্ছে Flipkart Big Diwali Sale। ফলত আপনারা যদি...রাত পেরোলেই আলোর উৎসব দীপাবলি। এদিকে, আজ ২৩শে অক্টোবর মধ্যরাতেই শেষ হচ্ছে Flipkart Big Diwali Sale। ফলত আপনারা যদি বাড়িতে বসেই সস্তায় কোনো প্রোডাক্ট (যেমন মোবাইল, ল্যাপটপ, ইয়ারবাড, স্মার্টওয়াচ জাতীয় আনুষাঙ্গিক, অ্যাপ্লায়েন্স ইত্যাদি) কিনতে চান, তাহলে আপনাদের হাতে থাকা সময় অতি সত্বর কাজে লাগাতে হবে। আবার যারা iPhone কেনার কথা ভেবেও এতদিন কোনো কারণে সেই শখ পূরণ করতে পারেননি, তারা চাইলে Flipkart সেলের এই শেষ কয়েক ঘন্টায় কিস্তিমাত করতে পারবেন সহজেই – কারণ Big Diwali Sale-এ এখন ৫০,০০০ টাকারও কমে iPhone 13 কেনার সুযোগ মিলছে। সেক্ষেত্রে কম খরচে iPhone কেনার এই অফারসমূহ হাতছাড়া করলে পরে পস্তাতে হতে পারে।
iPhone 13 কেনার সময় পুরনো ফোন এক্সচেঞ্জ করলে পাবেন বাম্পার ছাড়
এই প্রসঙ্গে বলে রাখি, ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে গত বছর লঞ্চ হওয়া আইফোন ১৩ মডেলটি কোনো ডিসকাউন্টে সরাসরি ৫০,০০০ টাকার কমে কেনা যাবেনা। আসলে এই মুহূর্তে আইফোনটির (১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট) ফ্লিপকার্টে লিস্টিং প্রাইস ৫৯,৯৯০ টাকা। কোম্পানি এর এমআরপি (MRP)-র ওপর ১৪% ডিসকাউন্ট দিচ্ছে। তবে আরো বেশি সাশ্রয় করতে আপনাদের এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে হবে। এক্ষেত্রে আইফোন ১৩ কেনার সময় পুরনো ফোন এক্সচেঞ্জ করলে আপনারা পাবেন ১৬,৯০০ টাকা পর্যন্ত ভ্যালু।
এখানেই শেষ নয়, বিগ দিওয়ালি সেল উপলক্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর গ্রাহকদের অতিরিক্ত ছাড়ও দিচ্ছে ফ্লিপকার্ট। ফলে এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে আপনারা ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। সব মিলিয়ে ফোনটির দাম ৪৫,০০০ টাকার নিচে নেমে আসবে। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে আপনার পুরনো ফোনের অবস্থার ওপর। তাছাড়া অফার কাজে লাগাতে হবে খুব তাড়াতাড়ি, কারণ হাতে সময় খুবই কম।
Apple iPhone 13-এর স্পেসিফিকেশন
আইফোন ১৩ হ্যান্ডসেটে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, যার রেজোলিউশন ২৫৩২×১১৭০ পিক্সেল। এটি এ১৫ বায়োনিক প্রসেসরে চলে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য এতে দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার এই আইফোনে ৫জি কানেক্টিভিটিও উপভোগ করা যাবে।