শেষ দিনের অফার, অর্ধেক দামে কিনুন Samsung Galaxy S21 FE 5G ও Galaxy S22 5G

ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল আজ শেষ হতে চলেছে। ফলে বাম্পার ডিসকাউন্টে স্মার্টফোন কেনার শেষ সুযোগ আপনার জন্য। এই সময়ে আপনি যদি Samsung ফোন কেনার কথা…

ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল আজ শেষ হতে চলেছে। ফলে বাম্পার ডিসকাউন্টে স্মার্টফোন কেনার শেষ সুযোগ আপনার জন্য। এই সময়ে আপনি যদি Samsung ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে সেরা কয়েকটি ডিল এই প্রতিবেদন থেকে দেখে নিন। এই ডিলে আপনি Samsung Galaxy S21 FE 5G এবং Galaxy S22 5G অর্ধেক দামে (৫৩% পর্যন্ত ডিসকাউন্ট) কিনতে পারবেন।

Samsung S21 FE 5G

এই ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৬৯,৯৯৯ টাকা। তবে সেলে, আপনি ৫২ শতাংশ ছাড়ে এটি ৩২,৯৯৯ টাকায় কিনতে পারবেন। আবার এক্সচেঞ্জ অফারে এই ফোনটি ৩০ হাজার টাকা পর্যন্ত সস্তায় নিজের করতে পারবেন। আর এসবিআই কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে মিলবে অতিরিক্ত ১৫০০ টাকা ছাড়। এছাড়া আপনার যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড থাকে তবে ৫ শতাংশ ক্যাশব্যাকও পাবেন। 

ফিচারের কথা বলতে গেলে Samsung S21 FE 5G ফোনে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে উপস্থিত। ফটোগ্রাফির জন্য এর পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর প্রসেসর হিসেবে এতে পাবেন স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট। 

Samsung Galaxy S22 5G

স্যামসাং গ্যালাক্সি এস২২ ৫জি এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের এমআরপি ৮৫,৯৯৯ টাকা। সেলের শেষ দিনে ৫৩ শতাংশ ছাড়ের পর এটি পাওয়া যাচ্ছে ৩৯,৯৯৯ টাকায়। এক্সচেঞ্জ অফারে আপনি এই ফোনের দাম আরও ৩৫ হাজার টাকা পর্যন্ত কমাতে পারবেন। তবে মনে রাখবেন যে, এক্সচেঞ্জ বোনাস আপনার পুরানো ফোন, ব্র্যান্ড, অঞ্চল পিনকোড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির অবস্থার উপর নির্ভর করবে।

ফিচারের কথা বললে, এই ফোনে পাবেন ৬.১ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। প্রসেসর হিসেবে এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৩৭০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল মূল লেন্সসহ ১২ মেগাপিক্সেল ও ১০ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।