বছরের সবচেয়ে বড় অফার দিতে চলেছে Flipkart, 50 হাজার টাকার কমে পাবেন iPhone 14

Flipkart Big Diwali Sale: আইফোন কেনার ইচ্ছে কম-বেশি সবার মধ্যেই থাকে। তবে উৎসবের মরসুমে অধিকাংশের মধ্যে এই প্রিমিয়াম স্মার্টফোন কেনার প্রবণতা আরও বেড়ে যায়, কারণ…

Flipkart Big Diwali Sale: আইফোন কেনার ইচ্ছে কম-বেশি সবার মধ্যেই থাকে। তবে উৎসবের মরসুমে অধিকাংশের মধ্যে এই প্রিমিয়াম স্মার্টফোন কেনার প্রবণতা আরও বেড়ে যায়, কারণ বিভিন্নরকম ফেস্টিভ অফারে এগুলির দাম অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে আপনি যদি দুর্গাপুজোর সময় সেলে Apple iPhone 14 কেনার পরিকল্পনা করেও তা পূরণ করতে না পারেন, তাহলেও কুছ পরোয়া নেই! দীপাবলির আগে আপনার জন্য সস্তায় আগের প্রজন্মের আইফোন কেনার সুযোগ আবার ফিরে এসেছে। আসলে আগামীকাল অর্থাৎ ২রা নভেম্বর থেকে Flipkart-এ Big Diwali Sale নামে আবার একটি বিক্রয়পর্ব শুরু হবে, যেখানে iPhone 14 মডেলটি বছরের মধ্যে সর্বনিম্ন দামে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে – এক্ষেত্রে আপনি এটি ৫০ হাজার টাকারও অনেক কমে পেয়ে যাবেন। তো আসুন, দেখে নিই Flipkart Big Diwali Sale-এ ঠিক কী অফার পাওয়া যাবে iPhone 14-তে।

শুরুর মুখে Flipkart Big Diwali Sale, সস্তায় কিনুন iPhone 14

অ্যাপল আইফোন ১৪ স্মার্টফোনের বেস স্টোরেজ ভ্যারিয়েন্ট অর্থাৎ ১২৮ জিবি মডেলের দাম এমনিতে ৫৪,৯৯৯ টাকা। এদিকে ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেল শুরু হতে আর মাত্র কিছু ঘন্টা বাকি, আর এই সেলে আপনি আইফোনটি উত্তেজনাপূর্ণ ছাড়ে পেয়ে যেতে পারেন। যেমন আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর ক্রেডিট কার্ড বা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের (Flipkart Axis Bank) কার্ড ব্যবহার করলে গ্রাহকরা ৩,০০০ টাকা ছাড় পাবেন।

এক্ষেত্রে পুরোনো ফোনের বিনিময়ে এটি কিনলেও বেশ অনেকটাই ডিসকাউন্ট পাওয়া যাবে – এক্সচেঞ্জ অফারটি সেল শুরুর পর সামনে আসবে। তবে ফ্লিপকার্ট নিশ্চিত করেছে যে, এক্ষেত্রে তারা হাজার টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ ভ্যালু দেবে।

Apple iPhone 14-এর স্পেসিফিকেশন

অ্যাপল আইফোন ১৪ মডেলে ৬.১ ইঞ্চি এক্সডিআর ওলেড (XDR OLED) ডিসপ্লে আছে, যা ১,২০০ নিটস পিক ব্রাইটনেস, এইচডিআর প্রযুক্তি এবং সিরামিক শিল্ড প্রোটেকশনসহ আসে। পারফরম্যান্সের জন্য এতে কোম্পানির নিজস্ব ৫ কোর জিপিইউসহ এ১৫ বায়োনিক প্রসেসর দেওয়া হয়েছে, যার সাথে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে। এছাড়া এটি ২০ ওয়াট চার্জিং সাপোর্টসহ লাইটনিং পোর্ট বহন করবে। ফটোগ্রাফির কথা বললে, এই আইফোনে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। আর এটি ৫জি (5G) নেটওয়ার্ক, ই-সিম এবং স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করবে।