iPhone 15, Google Pixel 8 হোক বা Poco-র বাজেট ফোন, এখন সবেতেই লোভনীয় ছাড় দিচ্ছে Flipkart
এই মুহূর্তে সমস্ত কাস্টমারদের জন্য লাইভ রয়েছে Flipkart Big Saving Days সেল, যেখানে বিভিন্ন প্রোডাক্টে গাদাগুচ্ছের...এই মুহূর্তে সমস্ত কাস্টমারদের জন্য লাইভ রয়েছে Flipkart Big Saving Days সেল, যেখানে বিভিন্ন প্রোডাক্টে গাদাগুচ্ছের সাশ্রয়ী অফার পাওয়া যাচ্ছে। বিশেষত সুপ্রসিদ্ধ ই-কমার্স প্ল্যাটফর্মটি সেল উপলক্ষে বেশ কয়েকটি জনপ্রিয় 5G স্মার্টফোনে এত বিপুল পরিমাণ ছাড় দিচ্ছে, যা দেখলে আপনার মন খুশিতে ভরে উঠবে। আসলে, এখন Flipkart Big Saving Days উপলক্ষে Poco M6 Pro থেকে শুরু করে Nothing Phone (2), Samsung Galaxy S23 এমনকি লেটেস্ট Apple iPhone 15-ও দুর্ধর্ষ অফারে কেনার সুযোগ মিলছে। এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি SBI-এর কার্ডে ১০ শতাংশ অতিরিক্ত ছাড় এবং মোটা টাকার এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে।
অতএব, চলতি ২০২৪ সালের প্রথমার্ধে আপনার একটি ভালো ফোন কেনার ভাবনা থাকলে, চলতি সেলের কয়েকটি সেরা অফার এক নজরে দেখে নিন।
সেল উপলক্ষে এখন এই ফোনগুলি সস্তায় বেচছে Flipkart
- ৭৯,৯০০ টাকা লঞ্চ প্রাইস হলেও ফ্লিপকার্ট বিগ সেভিংস ডেজ সেলে Apple iPhone 15 ফোনটি ৬৩,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে ৩,২০০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যেতে পারে।
- চলতি সেলে ৫৯,৯৯৯ টাকার বিনিময়ে iPhone 14 Plus কেনার সুযোগ দেবে ফ্লিপকার্ট।
- ফ্লিপকার্ট বিগ সেভিংস ডেজ চলাকালীন Nothing Phone (2)-এর ১২৮ স্টোরেজ মডেল ৩৪,৯৯৯ টাকার প্রাইস ট্যাগসহ তালিকাভুক্ত হয়েছে, যার আসল দাম ৪৪,৯৯৯ টাকা।
- এই মুহূর্তে ফ্লিপকার্টের সেলে Motorola Edge 40 Neo ফোনটি ২০,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে, অফারে এটি আরও হাজার টাকা ছাড়ে পাবেন।
- ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার থাকলে এখন Samsung Galaxy S23 বেছে নেওয়া যেতে পারে। কেননা এই ডিভাইসটি গত বছর ৭৪,৯৯৯ টাকায় লঞ্চ হলেও এখন এতে ২৮,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে ফ্লিপকার্ট, যার ফলে ফোনটি ৪৬,৯৯৯ টাকায় মিলবে।
- একইভাবে Google Pixel 8-এর ক্রেতারা এটি ফ্লিপকার্ট বিগ সেভিংস ডেজ সেলের দরুন ৭৫,৯৯৯ টাকার চেয়ে ১৩ হাজার টাকা সস্তায় মানে ৬২,৯৯৯ টাকায় হাতে পেতে পারেন।
- এছাড়া Poco X6 ফোনটি হাজার টাকা ছাড়ে ১৮,৯৯৯ টাকায় এবং Poco M6 Pro 5G মডেলটি ২,৫০০ টাকার ফ্ল্যাট ছাড়ে ৯,৪৯৯ টাকায় কেনা যাবে।
Next Story