Redmi থেকে Samsung, কম দামি থেকে প্রিমিয়াম, Flipkart সেলে এই চার স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট

ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেল আজ অর্থাৎ ৪ মে থেকে শুরু হয়েছে। এই সেলে জনপ্রিয় স্মার্টফোনগুলি বাম্পার ডিসকাউন্টে...
Julai Modal 4 May 2023 1:37 PM IST

ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেল আজ অর্থাৎ ৪ মে থেকে শুরু হয়েছে। এই সেলে জনপ্রিয় স্মার্টফোনগুলি বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। আপনি বাজেট স্মার্টফোন Moto G62 থেকে শুরু করে টপ-এন্ড ফোন Pixel 7 Pro, সব ধরনের মডেলের উপর দারুণ কিছু ডিল পাবেন। আবার Flipkart Big Saving Days সেলে এসবিআই কার্ডে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া এক্সচেঞ্জ অফার ও অন্যান্য সুবিধার লাভও ওঠানো যাবে। চলুন দেখে নেওয়া যাক Flipkart Big Saving Days সেলে কোন কোন স্মার্টফোন কত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।

ফ্লিপকার্ট সেলে Moto G62 কিনুন ১৪৯৯৯ টাকায়

মোটো জি৬২ ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে ৭৫০০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি প্যানেল, ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরের সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Realme GT Neo 3T কেনা যাবে ১৯,৯৯৯ টাকায়

রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে দেওয়া হয়েছে পাঞ্চ-হোল কাট-আউটের ডিজাইন এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেলে এই ফোনটি এমআরপি থেকে ৪২% ছাড়ে বিক্রি হচ্ছে। এর পিছনে উপস্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আর সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি সেলফি। ফোনটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

Samsung Galaxy F14 5G বিক্রি হচ্ছে ১৪,৪৯০ টাকায়

Flipkart Big Saving Days সেলে স্যামসাংয়ের এই ডিভাইসের উপর ৪০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই স্মার্টফোনে পাওয়া যাবে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে, যার মূল লেন্স ৫০ মেগাপিক্সেল। আর সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Redmi Note 12 Pro সেলে ২৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত

রেডমি নোট ১২ প্রো মডেলে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে। ফ্লিপকার্ট সেলে এটি ৩০০০ টাকা ছাড়ে কেনা যাবে। ফটোগ্রাফির জন্য এতেও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যারমধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Show Full Article
Next Story