৩৫ হাজার টাকা পর্যন্ত ছাড়, Flipkart Big Saving Days সেলে সবচেয়ে সস্তায় কিনুন এই পাঁচটি ফোন

বছরের শেষান্তে ইউজারদেরকে জমিয়ে কেনাকাটা করার সুযোগ করে দিতে আজ, অর্থাৎ ১৬ ডিসেম্বর থেকে Flipkart-এ শুরু হয়েছে Big...
techgup 16 Dec 2022 10:50 PM IST

বছরের শেষান্তে ইউজারদেরকে জমিয়ে কেনাকাটা করার সুযোগ করে দিতে আজ, অর্থাৎ ১৬ ডিসেম্বর থেকে Flipkart-এ শুরু হয়েছে Big Saving Days Sale, যেটি চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। এই সেলে বিভিন্ন নামজাদা কোম্পানির একাধিক স্মার্টফোনের পাশাপাশি আরও অনেক প্রোডাক্টে বাম্পার ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে। আকর্ষণীয় অগ্রিম ছাড় সহ বিভিন্ন ব্যাংক অফার ও এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধা উপলব্ধ থাকায় ক্রেতারা একাধিক দুর্দান্ত হ্যান্ডসেট বিশাল ছাড়ে কেনার সুযোগ পাবেন। সেক্ষেত্রে বছরের একদম শেষ প্রান্তে এসে আপনি যদি অত্যন্ত কম খরচে কোনো নামজাদা কোম্পানির একটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি অবশ্যই একবার খুব ভালো করে পড়ে নিন। কারণ আজ আমরা এমন পাঁচটি স্মার্টফোনের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলি চলতি Flipkart Big Saving Days Sale-এ অত্যন্ত সস্তায় কিনতে সক্ষম হবেন ক্রেতারা।

Flipkart Big Saving Days Sale-এ দুর্দান্ত ছাড়ে কিনে নিন এই ৫টি ধামাকাদার স্মার্টফোন

Samsung Galaxy S21 FE 5G

দক্ষিণ কোরিয়ান টেক কোম্পানি স্যামসাংয়ের এই ফোনটির ৮ জিবি + ১২৮ জিবি মডেলটির এমনিতে দাম ৭৪,৯৯৯ টাকা হলেও বর্তমানে ফ্লিপকার্ট থেকে ফোনটি ৩৯,৯৯৯ টাকায় কেনা যাবে। সেইসাথে এই হ্যান্ডসেটটি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫০ টাকা পর্যন্ত ব্যাংক অফার (এসবিআই ক্রেডিট কার্ড এবং কোটাক ব্যাংক ডেবিট কার্ড) এবং ১৭,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধা উপলব্ধ রয়েছে, যার সুবাদে স্মার্টফোনটির দাম আরও অনেকটাই কমিয়ে ফেলতে সক্ষম হবেন ক্রেতারা। প্রসঙ্গত জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪ ইঞ্চি ফুল এইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসা এই হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ওয়্যারড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy Z Flip 3 5G

স্যামসাংয়ের এই ফোনটির ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমনিতে দাম ৯৫,৯৯৯ টাকা হলেও, চলতি সেলে ৩৭% ডিসকাউন্টের সুবাদে ডিভাইসটি ৫৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন ইউজাররা। আবার, এসবিআই ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশনে ৪,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। তদুপরি, পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে এই হ্যান্ডসেটটি কিনলে ক্রেতারা ২১,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে সক্ষম হবেন। ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে, সম্পূর্ণ এক্সচেঞ্জ বোনাস সহ বাকি সবকটি অফারকে একজোট করলে ৩৫,০০০ টাকারও কম খরচে স্যামসাংয়ের একটি ব্র্যান্ড-নিউ ফোল্ডেবল ফোনকে পকেটস্থ করতে পারবেন গ্রাহকরা। উল্লেখ্য যে, এই ডিভাইসটিতে ৬.৭ ইঞ্চি ফোল্ডেবল ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। বড়ো মিডল-ফোল্ডেড ডিসপ্লে ছাড়াও ফোনটির বাইরে একটি সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে, যার সহায়তায় হ্যান্ডসেটটি ওপেন না করেই নোটিফিকেশন বা অন্যান্য কোনো প্রয়োজনীয় তথ্য দেখতে সক্ষম হবেন ইউজাররা। এছাড়াও, যে-কোনো অ্যাঙ্গেলে হ্যান্ডস-ফ্রি সেলফি তোলার অপশনও মজুত রয়েছে এই ডিভাইসে।

Moto Edge 30 Fusion

মোটোরোলার এই ফোনটির ৮ জিবি + ১২৮ জিবি মডেলটির এমনিতে দাম ৪৯,৯৯৯ টাকা, তবে চলতি সেলে এই হ্যান্ডসেটটি ৩৯,৯৯৯ টাকায় কেনা যাবে। সেইসাথে নির্বাচিত কিছু ব্যাংকের কার্ড মারফত পেমেন্ট করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ১৭,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও উপলব্ধ রয়েছে। ফলে সবকটি অফারকে একজোট করলে ২৫,০০০ টাকারও কম খরচে এই ডিভাইসটি কিনতে সক্ষম হবেন ক্রেতারা। আপনাদেরকে জানিয়ে রাখি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮+ (Qualcomm Snapdragon 888+) প্রসেসর দ্বারা চালিত এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি+ পিওএলইডি (pOLED) ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ পর্যন্ত হাই-রিফ্রেশ রেট সাপোর্ট করে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসা এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Google Pixel 7 Pro

১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজযুক্ত গুগলের এই ফোনটির দাম ৮৪,৯৯৯ টাকা। যদিও এই মুহূর্তে ফোনটিতে কোনো অগ্রিম ছাড়ের সুবিধা উপলব্ধ নেই, তবে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড মারফত পেমেন্ট করলে ১০,০০০ টাকা সাশ্রয় করতে সক্ষম হবেন ক্রেতারা। তদুপরি, এই ফোনটিতে ২২,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও উপলব্ধ রয়েছে। তাই সবকটি অফারকে একত্রিত করলে মূল দামের তুলনায় অনেকটাই কমে ফোনটি কিনতে সক্ষম হবেন ক্রেতারা। বলে রাখি, গুগলের এই ডিভাইসে সংস্থার নিজস্ব টেনসর জি২ (Tensor G2) চিপসেট রয়েছে, যার সুবাদে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি খুব ভালো ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এছাড়া, এই ফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) অপারেটিং সিস্টেম।

Apple iPhone 13

অ্যাপলের এই ফোনটির ১২৮ জিবি মডেলটিকে বর্তমানে ফ্লিপকার্টে ৬৯,৯০০ টাকার পরিবর্তে ৬৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। আবার, ব্যাংক অফারের ফায়দা ওঠালে ডিভাইসটিতে আরও অতিরিক্ত ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। তদুপরি, এই হ্যান্ডসেটটি কেনার ক্ষেত্রে ১৭,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধা পাবেন ক্রেতারা। ফলে সব অফারকে একজোট করলে ৫০,০০০ টাকারও কম খরচে একটি ব্র্যান্ড-নিউ আইফোনকে পকেটস্থ করতে পারা যাবে। উল্লেখ্য যে, অ্যাপল আইফোন ১৩-এ আছে ৬.১ ইঞ্চি (২৫৩২×১১৭০ পিক্সেল) সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে, যা ৪৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। দুরন্ত পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটি সংস্থার নিজস্ব ৫ এনএম প্রসেসিং নোড ভিত্তিক এ১৫ বায়োনিক (A15 Bionic) প্রসেসর এবং ফোর-কোর জিপিইউ সহ এসেছে। ১৩তম প্রজন্মের আইফোন সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান।

Show Full Article
Next Story