11 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে Samsung ফোন, এক দিন বাড়লো ফ্লিপকার্ট ব্ল্যাক ফ্রাইডে সেল

গ্যালাক্সি জেড ফ্লিপ 6 ফোনে 2640x1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডায়নামিক AMOLED 2X ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। Samsung Galaxy Z Flip 6 -এ 3.4 ইঞ্চি সুপার অ্যামোলেড কভার ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 720x748 পিক্সেল। প্রসেসরের কথা বললে এতে স্ন্যাপড্রাগন 8 জেন 3 দেওয়া হয়েছে।

Julai Mondal 30 Nov 2024 11:40 PM IST

গতকাল শেষ হওয়ার কথা ছিল ফ্লিপকার্ট ব্ল্যাক ফ্রাইডে সেল। তবে এই সেল আরও একদিন বাড়ানো হয়েছে। এই সেলে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টের পাশাপাশি স্মার্টফোনের উপর বাম্পার ছাড় দেওয়া হচ্ছে। তাই আপনি যদি নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আর দেরি করবেন না। বিশেষ করে আপনি যদি স্যামসাং এর ফ্যান হন তবে এই সেলে আপনার জন্য একটি অবিশ্বাস্য ডিল রয়েছে। এই অফারটি Samsung Galaxy Z Flip 6 (12 জিবি +512 জিবি) এর উপর দেওয়া হচ্ছে।

এই ডিলে স্যামসাংয়ের ফ্লিপ ফোনটি 11,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টে কেনা যাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 5 শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারের কারণে আপনি এই ডিভাইসের দাম 60,600 টাকা পর্যন্ত কমাতে পারবেন। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির উপর নির্ভর করে।

গ্যালাক্সি জেড ফ্লিপ 6 এর ফিচার ও স্পেসিফিকেশন

এই ফ্লিপ ফোনে 2640x1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডায়নামিক AMOLED 2X ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে 3.4 ইঞ্চি সুপার অ্যামোলেড কভার ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 720x748 পিক্সেল। প্রসেসরের কথা বললে এতে স্ন্যাপড্রাগন 8 জেন 3 দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। এর পাশাপাশি এতে 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন। সেলফির জন্য এই ফোনে দেওয়া হয়েছে 10 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000mAh। এই ব্যাটারি 25W চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Show Full Article
Next Story