iphone 14, iPhone 13, iPhone 12 সবচেয়ে কম দামে কিনুন, Flipkart -এ শুরু হল ব্ল্যাক ফ্রাইডে সেল

আজ ২৫ নভেম্বর ব্ল্যাক ফ্রাইডে, আর সেই উপলক্ষে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে...
techgup 25 Nov 2022 5:06 PM IST

আজ ২৫ নভেম্বর ব্ল্যাক ফ্রাইডে, আর সেই উপলক্ষে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ব্ল্যাক ফ্রাইডে সেল (Black Friday Sale)। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই সেলটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। সেলটিতে নানাবিধ প্রোডাক্ট বিশাল ছাড়ে কেনার সুযোগ পাবেন গ্রাহকরা; তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, Flipkart-এ সাম্প্রতিককালে চলমান এই সেলে লেটেস্ট iPhone 14 সিরিজের স্মার্টফোনের উপরেও দুর্দান্ত ছাড় পাওয়া যাবে। এবং সেইসাথে আকর্ষণীয় ব্যাংক ও এক্সচেঞ্জ অফারের সুবিধাও উপলব্ধ থাকবে, যার সুবাদে নতুন/পুরোনো নানা iPhone মডেল অত্যন্ত সস্তায় কিনতে সক্ষম হবেন ইউজাররা। ফলে যারা দীর্ঘদিন ধরে খানিকটা কম দামে Apple-এর এই নজরকাড়া স্মার্টফোনটিকে করায়ত্ত করার প্ল্যান করছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ সুখবর।

আকর্ষণীয় ব্যাংক এবং এক্সচেঞ্জ অফারের সৌজন্যে Flipkart-এর Black Friday Sale-এ বেশ সস্তায় কেনা যাবে একাধিক iPhone

প্রসঙ্গত উল্লেখ্য যে, ফ্লিপকার্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে নানাবিধ আইফোন মডেলে উপলব্ধ ব্যাংক অফারগুলির কথা বলতে গেলে, সিটি ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড, আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড, কোটাক ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ড মারফত পেমেন্ট করলে ২,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া, পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে একটি ব্র্যান্ড-নিউ আইফোন কেনার ক্ষেত্রে ১৭,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকরা। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। এখন চলুন, ফ্লিপকার্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে কোন কোন আইফোন মডেল কিনতে হলে ইউজারদেরকে কত টাকা খসাতে হবে, তা জেনে নেওয়া যাক।

Flipkart Black Friday Sale-এ বেশ সস্তায় কেনা যাবে এই সকল iPhone

১. Apple iPhone 14

রেটিনা এক্সডিআর ডিসপ্লে সহ আসা নতুন আইফোন ১৪-এর আসল দাম ৭৯,৯৯৯ টাকা; তবে বর্তমানে ফোনটিকে ৭৭,৪০০ টাকায় ফ্লিপকার্টে তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু এই ফোনটি কেনার ক্ষেত্রে উপলব্ধ যাবতীয় অফারের ফায়দা ওঠালে হ্যান্ডসেটটি চলতি সময়ে ৭২,৪০০ টাকায় কেনা যাবে।

২. Apple iPhone 14 Plus

ক্যালিফোর্নিয়া-ভিত্তিক প্রযুক্তি সংস্থাটি এ বছর বড়ো ডিসপ্লে সহ আইফোন ১৪ প্লাস মডেলটি লঞ্চ করেছে, যার দাম ভারতে ৯৯,৯০০ টাকা রাখা হয়েছে; এবং ফ্লিপকার্ট এটিকে বর্তমানে ৮৭,৪০০ টাকা মূল্যে সাইটে তালিকাভুক্ত করেছে। তবে সেল চলাকালীন উপলব্ধ যাবতীয় অফারগুলিকে কাজে লাগালে ক্রেতারা ৮২,৪০০ টাকায় এই স্মার্টফোনটি খরিদ করতে সক্ষম হবেন।

৩. Apple iPhone 13

আইফোন ১৩-এর ১২৮ জিবি স্টোরেজযুক্ত বেস ভ্যারিয়েন্টটির এমনিতে দাম ৬৯,৯০০ টাকা, তবে ৯% ছাড়ের দরুন হালফিলে ফোনটি ফ্লিপকার্ট থেকে ৬২,৯৯৯ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। উপরন্তু, সেল চলাকালীন প্রাপ্ত সমস্ত অফারের সুবিধা নিলে হ্যান্ডসেটটিকে ৫৮,৪৯৯ টাকায় পকেটস্থ করা যাবে।

৪. Apple iPhone 12 Mini

কমপ্যাক্ট সাইজের অ্যাপল আইফোন ১২ মিনি-তে চলতি সেলে বেশ বড়োসড়ো ছাড় পাওয়া যাচ্ছে। ৫৯,৯০০ টাকা প্রারম্ভিক মূল্যের এই ডিভাইসটি বর্তমানে ফ্লিপকার্ট থেকে ৩৫,৪৯৯ টাকায় কেনা যাবে। উল্লেখ্য যে, ই-কমার্স সাইটটিতে ফোনটিকে ৩৭,৯৯৯ টাকা মূল্যে তালিকাভুক্ত করা হয়েছে।

৫. Apple iPhone 11

লঞ্চের পর থেকে একাধিকবার আইফোন ১১-এর দাম কমানো হয়েছে। এর ফলে ভারতে ফোনটির ৬৪ জিবি বেস ভ্যারিয়েন্টের দাম এখন ৪৩,৯০০ টাকা। যদিও ব্ল্যাক ফ্রাইডে সেল চলাকালীন ডিভাইসটিকে ফ্লিপকার্টে ৩৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে, তবে সংস্থা কর্তৃক প্রদত্ত বেশ কয়েকটি আকর্ষণীয় অফারের ফায়দা ওঠালে খরিদ্দাররা এই হ্যান্ডসেটটি ৩৭,৪৯৯ টাকায় কেনার সুযোগ পাবেন।

Show Full Article
Next Story