অনেক সস্তায় Motorola, Samsung, Poco, Realme স্মার্টফোন, হাজার হাজার টাকা বাঁচান

দুর্গা পুজোর পর এবার দীপাবলি উপলক্ষে Flipkart নিয়ে এসেছে Big Diwali Sale। এই সেল আগামী ১১ই নভেম্বর পর্যন্ত চলবে। এই...
SUPARNA 6 Nov 2023 5:54 PM IST

দুর্গা পুজোর পর এবার দীপাবলি উপলক্ষে Flipkart নিয়ে এসেছে Big Diwali Sale। এই সেল আগামী ১১ই নভেম্বর পর্যন্ত চলবে। এই সময়ে বিভিন্ন ধরনের গ্যাজেটের সাথে দুর্দান্ত অফার ও ডিসকাউন্ট দেওয়া হবে। তবে প্রত্যেকবারের মতো এবারও স্মার্টফোন বিভাগ সর্বাধিক নজরকাড়া ডিল অফার করছে। এক্ষেত্রে আজ আমরা Flipkart Big Diwali Sale -এ বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম রেঞ্জে তালিকাভুক্ত সেরা ৬টি হ্যান্ডসেট ডিল সম্পর্কে আলোচনা করবো।

Flipkart Big Diwali সেলে স্মার্টফোনের উপর অফার

Motorola Edge 40 : মোটোরোলা এজ ৪০ স্মার্টফোনের আসল বিক্রয় মূল্য ২৯,৯৯৯ টাকা। তবে সদ্য লাইভ হওয়া ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে এটি ফ্লাট ৩,০০০ টাকা ডিসকাউন্টের সাথে তালিকাভুক্ত। যার ফলে আপনারা এটিকে এখন মাত্র ২৬,৯৯৯ টাকায় পকেটস্থ করতে পারবেন। আবার SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে এটি কিনলে আরো ১০% বা ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পাওয়া যাবে।

ফিচার - মোটোরোলা এজ ৪০ স্মাটফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৫-ইঞ্চি pOLED ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১,২০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এটি হল মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ প্রসেসর দ্বারা চালিত বিশ্বের প্রথম স্মার্টফোন, যার সাথে গ্রাফিক্সের জন্য মালি জি৭৭ জিপিইউ যুক্ত রয়েছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউএক্স (MyUX) ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। তদুপরি, আলোচ্য মোটোরোলা ব্র্যান্ডিং হ্যান্ডসেটে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলি হল - ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। সেকেন্ডারি ক্যামেরাটি ম্যাক্রো সেন্সর হিসাবেও কাজ করবে। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। মোটোরোলা এজ ৪০ স্মার্টফোনে ৬৮ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থিত ৪,৪০০ এমএএইচ ব্যাটারি আছে।

Poco F5 5G : পোকো এফ৫ ৫জি স্মার্টফোনটি চলমান ফ্লিপকার্ট সেলে ২৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। তবে সেল শেষ হয়ে গেলে এর দাম পুনরায় বেড়ে ২৯,৯৯৯ টাকা হয়ে যাবে। আবার SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোনটি কিনলে ১০% বা ১,০০০ টাকা সাশ্রয় করতে পারবেন।

ফিচার - পোকো এফ৫ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস ১২-বিট নমনীয় OLED পাঞ্চ-হোল ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসর দেওয়া হয়েছে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য অ্যান্ড্রয়েড ১৩ চালিত পোকো এফ৫ ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Realme 11 Pro+ 5G : রিয়েলমি ১১ প্রো+ ৫জি স্মার্টফোনকে ২৯,৯৯৯ টাকার পরিবর্তে কেবল ২৫,৯৯৯ টাকা খরচ করে কিনতে নিতে পারবেন আপনারা। আর SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আরো ১০% বা ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

ফিচার - রিয়েলমি ১১ প্রো+ ৫জি স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। এই রিয়েলমি ব্র্যান্ডেড হ্যান্ডসেটে - ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HM3 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে এতে মিলবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এছাড়া এই ৫জি স্মার্টফোনে ৫,০০০ এএমএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Motorola G54 5G : মোটোরোলা জি৫৪ ৫জি স্মার্টফোনটি ১৫,৯৯৯ টাকা মূল্যে লঞ্চ হয়েছিল। কিন্তু ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেল চলাকালীন এটিকে ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডহোল্ডাররা এই ফোনের সাথে অতিরিক্তভাবে আরো ১০% বা ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন।

ফিচার - মোটো জি৫৪ ৫জি ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে সহ এসেছে। এতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর এবং আইএমজি বিএক্সএম-৮-২৫৬ জিপিইউ রয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউএক্স (MyUX) কাস্টম স্কিন পাওয়া যাবে। ছবি তোলার জন্য আপনারা এতে - OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। আবার ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য মোটো জি৫৪ ৫জি ফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷

Poco C51 : ৬,৪৯৯ টাকা দামের পোকো সি৫২ স্মার্টফোনকে এই মুহূর্তে ফ্লাট ১,০০০ টাকা ছাড়ের সাথে মাত্র ৫,৪৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে।

ফিচার - পোকো সি৫১ স্মার্টফোনে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫২-ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে দেখা যাবে। এটি IMG PowerVR GE8320 জিপিইউ এবং অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর সহ এসেছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশনে রান করে। ডিভাইসটি ধার্য র‌্যাম ছাড়াও অতিরিক্তভাবে আরো ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম ফিচার সাপোর্ট করে। পোকো সি৫১ স্মার্টফোনের পেছনে ডুয়েল ক্যামেরা সেটআপ লক্ষণীয়। এগুলি হল - এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও QVGA লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। উক্ত ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy S22 : স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনের আসল দাম ৭২,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট সেল চলাকালীন এটিকে ডিসকাউন্টের সাথে ৩৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আবার SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে ধার্য মূল্যের উপর আরো ১০% বা ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে৷

ফিচার - স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনে ৬.১-ইঞ্চির ফুল এইচডি (১০৮০x২৩৪০ পিক্সেল) ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে আছে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন দ্বারা সুরক্ষিত এবং ৪৮ হার্টজ-১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, এবং ১৫০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। এই ফ্ল্যাগশিপ ফোনে ৪ এনএম প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এগুলি হল - OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো শুটার। এদিকে ডিভাইসের সামনে ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনে ৩,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story