মাসিক কিস্তি সহ লোভনীয় অফার, Flipkart এর নয়া সেলে অতি সস্তায় Samsung, Vivo স্মার্টফোন
আজ থেকে শুরু হচ্ছে Flipkart Electronics Sale। আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলা এই সেলে লোভনীয় অফার এবং বাম্পার ডিল সহ প্রায়...আজ থেকে শুরু হচ্ছে Flipkart Electronics Sale। আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলা এই সেলে লোভনীয় অফার এবং বাম্পার ডিল সহ প্রায় সমস্ত ব্র্যান্ডের ফোন কেনার সুযোগ পাওয়া যাবে। তবে এই প্রতিবেদনে আমরা Samsung, Motorola ও Vivo-র তিনটি স্মার্টফোনের কথা বলবো, যেগুলি ফ্লিপকার্ট ইলেকট্রনিক্স সেলে কম দামে কেনা যাবে। লিস্টের একটি ফোনের দাম শুরু হবে 6,999 টাকা থেকে।
Flipkart Electronics Sale এর সেরা 3 স্মার্টফোন ডিল
- Motorola G04s
মোটোরোলা জি04এস এর 4 জিবি র্যাম ও 640জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 6,999 টাকা। ফ্লিপকার্ট ইলেকট্রনিক্স সেলে আপনি এই ফোনটি 5% ক্যাশব্যাক সহ কেনার সুযোগ পাবেন। আর এর ইএমআই শুরু হবে 247 টাকা থেকে। এক্সচেঞ্জ অফারে পাওয়া যাবে 5,800 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ফিচারের কথা বললে, মোটোরোলা জি04এস ডিভাইসে আছে 6.6-ইঞ্চি এইচডি + ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ইউনিসক টি৬০৬ প্রসেসর।
- Samsung Galaxy M14 4G
স্যামসাং গ্যালাক্সি এম41 4জি ফোনের 4 জিবি র্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ইলেকট্রনিক্স সেলে পাওয়া যাবে 8798 টাকায়। এর সাথেও 5% ক্যাশব্যাক উপভোগ করা যাবে। তবে এই ক্যাশব্যাকের জন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। ব্যাঙ্ক অফারে স্মার্টফোনটি 1200 টাকা পর্যন্ত সস্তা হতে পারে। ডিভাইসটির ইএমআই শুরু 310 টাকা থেকে। এতে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি।
- Vivo T3 Lite 5G
ফ্লিপকার্টের সেলে ভিভো টি3 লাইট 5জি এর 4 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 10,499 টাকা। আর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক দেওয়া হবে। ফোনের ইএমআই শুরু 370 টাকা থেকে। এক্সচেঞ্জ অফারে 8,900 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ডাইমেনসিটি 6300 প্রসেসর উপস্থিত।