সস্তায় কিনে ফেলুন iPhone 14 থেকে শুরু করে Google Pixel 7 ফোন, আজ রাতেই শেষ Flipkart Sale
হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই শেষ হবে Flipkart-এর 'EMI Days' সেল। গত ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সেলটি সংস্থার...হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই শেষ হবে Flipkart-এর 'EMI Days' সেল। গত ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সেলটি সংস্থার কোনো বড় বিক্রয়পর্ব নয়। তবে যারা হালফিলে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট কেনার কথা ভাবছেন, তাদের জন্য Flipkart EMI Days-এ প্রচুর অফার বিদ্যমান। বিশেষ করে কেউ যদি একটি নতুন তথা ব্র্যান্ডেড স্মার্টফোন কিনতে চান, তাহলে আজ রাতে সেলটি শেষ হওয়ার আগেই তারা ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার, নো-কস্ট ইএমআই স্কিমের মত সুবিধা কাজে লাগিয়ে কম খরচেই নিজের ইচ্ছেপূরণ করতে পারবেন। এক্ষেত্রে HSBC Bank, IndusInd Bank এবং One Card-এর মাধ্যমে কেনাকাটা করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে; যেখানে Bajaj Finserv-এর কার্ডে মিলবে সুদ ছাড়া কিস্তি ভিত্তিতে (মানে নো-কস্ট ইএমআইয়ে) ফোন কেনার সুযোগ। অন্যদিকে Flipkart EMI Days সেলের শেষ মুহূর্তে iPhone 14 থেকে শুরু করে Google Pixel 7-এর মত মডেল সস্তায় পকেটস্থ করতে পারবেন।
এই ব্র্যান্ডেড ফোনগুলিতে অফার দিচ্ছে Flipkart
১. চলমান ফ্লিপকার্ট ইএমআই ডেজ সেলে আপনি ৪৩,৯৯৯ টাকার Google Pixel 6a ফোনটি ৩০,২৯৯ টাকায় কিনতে পারবেন। এতে ২১,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।
২. এক্ষেত্রে ফ্লিপকার্টে Google Pixel 7 Pro স্মার্টফোনটিতে ১৩,৫০০ টাকা/প্রতি মাসের বিকল্পে নো-কস্ট ইএমআইয়ের সুবিধা মিলবে; সাথে থাকবে আপটু ২২,০০০ টাকার এক্সচেঞ্জ অফার।
৩. Google Pixel 7 হ্যান্ডসেটটি এখন ৫৬,৯৯৯ টাকায় কেনা যাবে। এটি কেনার সময় আগ্রহীরা মাসিক ৯,৫০০ টাকার নো-কস্ট ইএমআই এবং ২১,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন।
৪. সেলে এখন Nothing Phone 1-এর প্রারম্ভিক দাম ২৮,৯৯৯ টাকা। এটির সাথে পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে ২১,২৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে; এছাড়াও ফোনটি মাসিক ৪,৮৩৪ টাকার নো-কস্ট ইএমআইয়ে কেনা যাবে।
৫. চলতি ফ্লিপকার্ট সেলে iPhone 14 এবং iPhone 14 Plus-এর মত মডেলেও অফার পাওয়া যাচ্ছে। আপনারা ৭১,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে iPhone 14 স্মার্টফোনটি কিনতে পারবেন। আবার Plus মডেলটিতে ২৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার থাকবে।
৬. iPhone 11-এর ১২৮ স্টোরেজ ভ্যারিয়েন্টটি ডিসকাউন্টে ৪৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এটিতে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও নেওয়া যাবে।
৭. একই সময়ে iPhone 13 কিনতে গেলে ২৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের ফায়দা মিলবে। এর দাম শুরু হচ্ছে ৬২,৯৯৯ টাকা থেকে।
৮. বাজেট বা মিড রেঞ্জের ক্ষেত্রে Samsung Galaxy F23 5G, Motorola edge 30, Poco X5 Pro 5G, Vivo T1 44W, Realme C30 ইত্যাদি ফোনগুলি সস্তায় কেনা যাবে।