Flipkart Flagship Sale: সেলফি লাভারদের জন্য ফ্লিপকার্টের ধামাকা অফার, এই 5G ফোন কিনুন অনেক সস্তায়

আপনি যদি সেরা সেলফি ক্যামেরার ফোন খোঁজ করে থাকেন, তবে Xiaomi 14 Civi আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আর স্মার্টফোনটি ফ্লিপকার্টে চলমান ফ্ল্যাগশিপ সেলে…

flipkart flagship sale best deal and discount on xiaomi 14 civi smartphone

আপনি যদি সেরা সেলফি ক্যামেরার ফোন খোঁজ করে থাকেন, তবে Xiaomi 14 Civi আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আর স্মার্টফোনটি ফ্লিপকার্টে চলমান ফ্ল্যাগশিপ সেলে লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে। এর ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৮,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট ফ্ল্যাগশিপ সেলে ৩ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ডিভাইসটি। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলেও ৫% ক্যাশব্যাক মিলবে।

আবার শাওমি ১৪ সিভি ফোনটি সহজ ইএমআইতেও কেনা যাবে। আবার এক্সচেঞ্জ অফারে এই ফোনের দাম ৩৯,৯০০ টাকা পর্যন্ত কমানো যাবে। শুধু তাই নয়, সংস্থাটি কিছু নির্বাচিত মডেলের সাথে অতিরিক্ত ৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Xiaomi 14 Civi এর ফিচার এবং বিশেষত্ব

শাওমির এই স্মার্টফোনে ১.৫কে রেজোলিউশন সহ ৬.৫৫ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার ফোনটি ৩,০০০ নিট পিক ব্রাইটনেস দেবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস ২। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর।

ফটোগ্রাফির জন্য শাওমি ১৪ সিভি মডেলের পিছনে আছে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফির জন্য এই ফোনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। এতে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত এই ফোনে আপনি ডলবি অ্যাটমস সাউন্ডও পাবেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন